spot_imgspot_img
spot_imgspot_img

বাংলাদেশ ও ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠক আজ

spot_img

 

- Advertisement -

বাংলাদেশ ও ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠক আজ। বৈঠকে নিরাপত্তা সহযোগিতা আলোচনা প্রাধান্য পাবে। এ ছাড়া দুদেশই সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধে জোর দেবে বলে পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।

সূত্র জানায়, বৈঠকে যোগ দিতে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল মঙ্গলবার দুপুরে দিল্লির উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন।

ভারতে বিজেপি সরকার দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন অমিত শাহ। ভারতীয় প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন তিনি।

বৈঠকে দুদেশের মধ্যে নিরাপত্তা সহযোগিতার বিষয়ে জোর দেয়া হবে। একই সঙ্গে সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধ, মাদক পাচার, সীমান্তে জাল টাকা পাচার ইত্যাদি বিষয়গুলো উঠে আসবে।

সীমান্ত হত্যা আগের চেয়ে কমে এলেও পুরোপুরি বন্ধ হয়নি। সে কারণে বাংলাদেশের পক্ষ থেকে সীমান্ত হত্যায় জোর দেয়া হবে।

spot_imgspot_img
spot_imgspot_img

সর্বশেষ