spot_imgspot_img
spot_imgspot_img

দুদকে মাহী-লোপাকে ২৫ আগস্ট হাজির হওয়ার নির্দেশ

spot_img

 

- Advertisement -

বিকল্প ধারা বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য ও মুন্সিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মাহী বি চৌধুরী ও তার স্ত্রী আশফাহ হক লোপার সময় চেয়ে আবেদনের পরিপ্রেক্ষিতে তাদেরকে ২৫ আগস্ট দুর্নীতি দমন কমিশন-দুদকে হাজির হওয়ার নির্দেশ দেয়া হয়েছে।

মাহী বি চৌধুরী ও তার স্ত্রী আশফাহ হকের বিরুদ্ধে বিদেশে অর্থ পাচার ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধান শুরু করেছে দুদক। এর অংশ হিসেবে রোববার তাদের জিজ্ঞাসাবাদের জন্য নোটিশ পাঠানো হয়।

এদিকে আজ যে তারা দুদকে হাজির হতে পারবেন না সেটি আগেই জানিয়েছিলেন। সময়ের আবেদনে মাহি ও তার স্ত্রী বলেছেন, ব্যক্তিগত কাজে তারা ব্যস্ত থাকায় আজ দুদকে হাজির হতে পারবেন না। এজন্য তারা সময় চান।

জানা গেছে, জুন থেকেই তাদের অর্থ পাচারের অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে। মাহী ও তার স্ত্রীর সম্পদ, সম্পদের উৎস, ব্যাংক হিসাব জানতে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান ও ব্যাংকের সহযোগিতা নেয়া হচ্ছে বলেও জানান দুদকের এ ঊর্ধ্বতন কর্মকর্তা।

spot_imgspot_img
spot_imgspot_img

সর্বশেষ