বঙ্গোপসাগরে ট্রলার ডুবে ১ জেলে নিহত

 

- Advertisement -

বৈরী আবহাওয়ায় উত্তাল থাকা বঙ্গোপসাগরে ট্রলার ডুবিতে ফরহাদ হোসেন (২৫) নামে এক জেলের মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে উপজেলার সোনারচর থেকে ৮ কিলোমিটার দক্ষিণের বঙ্গোপসাগরে এ ঘটনা ঘটে।

স্থানীয় জেলেরা জানান, বুধবার দুপুর ২টার দিকে বৈরী আবহাওয়ার কারণে বঙ্গোপসাগর প্রচণ্ড উত্তাল হয়ে ওঠে। এ কারণে চরআন্ডা গ্রামের মিলন হাওলাদারের একটি ট্রলার বঙ্গোপসাগর থেকে চরমোন্তাজের উদ্দেশে রওনা হয়। কিন্তু পথিমধ্যে ৭ মাঝিমাল্লাসহ ট্রলারটি ডুবে যায়।

পরে অন্য ট্রলারের সাহায্যে ডুবে যাওয়া ট্রলারসহ ৬ জেলেকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়। আর ফরহাদ নামের অপর এক জেলের লাশ উদ্ধার করা হয়। এ ব্যাপারে রাঙ্গাবালী থানার ওসি আলী আহম্মেদ বলেন, ঘটনাটি শুনেছি। খোঁজখবর নিচ্ছি।

সর্বশেষ