র‍্যাবের অভিযানে ৪৮ কিশোর আটক

 

- Advertisement -

রাজধানীতে বিভিন্ন অপরাধে জড়িয়ে থাকা কিশোর গ্যাং এর ৪৮ সদস্যকে আটক করেছে র‌্যাব। তেজগাঁও, মোহাম্মদপুর ও রায়েরবাজারে অভিযান চালিয়ে র‌্যাব-২ তাদেরকে আটক করে। এসময় মাদকদ্রব্যসহ ছিনতাই কাজে ব্যবহৃত ছুরিসহ অন্যান্য সরঞ্জাম উদ্ধার করা হয়।

পরে নেশা ও ছিনতাইসহ নানা অপরাধে জড়িত থাকায় ৪৮ জনকেই ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত।

র‍্যাবের দাবি, স্থানীয়দের কাছ থেকে সুনির্দিষ্ট অভিযোগের প্রেক্ষিতেই অভিযান চালানো হয়। সাজাপ্রাপ্তদের গাজীপুর কিশোর সংশোধনাগারে পাঠানো হবে বলে জানানো হয় র‍্যাবের পক্ষ থেকে।

সর্বশেষ