- Advertisement -
ডেঙ্গু মোকাবিলায় সমন্বিত উদ্যোগ গ্রহণে সরকার ব্যর্থ হওয়ায় ডেঙ্গু মহামারিতে রূপ নিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলন, সরকারের ব্যর্থতা আড়াল করতেই ডেঙ্গু নিয়ে গণমাধ্যমের ওপর দায় চাপানো হচ্ছে।
বৃহস্পতিবার ডেঙ্গু সচেতনতায় রাজধানীর বেইলি রোডে লিফলেট বিতরণ শেষে তিনি এ মন্তব্য করেন।রিজভী বলেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া কারামুক্ত থাকলে ডেঙ্গু নিয়ে আরও বেশি জনসচেতনতা তৈরি হত। ডেঙ্গু সচেতনতা কর্মসূচিতে আরও বেশি মানুষের ঢল নামত।
তিনি বলেন, দেশের এই দুর্যোগে বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে ডেঙ্গু সচেতনতামূলক কর্মসূচি চালিয়ে যাচ্ছে বিএনপি।
রিজভী বলেন, আওয়ামী লীগ জনগণের ভোটে ক্ষমতায় আসেনি বলে জনগণের ব্যাপারে উদাসীন। এছাড়া ডেঙ্গু নিয়ে দায়িত্বশীলরা বিভ্রান্তিমূলক বক্তব্য দিচ্ছেন। ব্যর্থতা আড়াল করতে ডেঙ্গু নিয়ে গণমাধ্যমের ওপরও দায় চাপানো হচ্ছে। বলা হচ্ছে ডেঙ্গু নিয়ে অতিরঞ্জিত সংবাদ ছাপাচ্ছে গণমাধ্যম। অথচ গণমাধ্যম সঠিক ভূমিকা না রাখলে জনগণ এ বিষয়ে সচেতন হতো না।
ডেঙ্গু মোকাবিলায় সবাইকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান বিএনপির এই নেতা।এ সময় জাসাসের কেন্দ্রীয় নেতা বাবুল আহমেদ, শিবা শানু, শায়লা আক্তার প্রমুখ উপস্থিত ছিলেন।