নিরাপত্তা ইস্যুতে মৌসুমের প্রথম ম্যাচে খেলবেন না ওজিল

 

- Advertisement -

গেল মাসে ছিনতাইকারীদের কবলে পড়েন মেসুত ওজিল ও সিড কোলাসিনাক! অল্পের জন্য গুরুতর দুর্ঘটনা থেকে রক্ষা পান তারা। তবে ভয়টা এখনও কাটেনি দুই আর্সেনাল তারকার। নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন থাকায় দলের হয়ে মৌসুমের প্রথম ম্যাচে খেলবেন না ওজিল-কোলাসিনাক।

গত ২৬ জুলাই নিউক্যাসলে অস্ত্রধারী ছিনতাইকারীদের কবলে পড়েন তারা। ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনাও ঘটে। অস্ত্রবাজদের সঙ্গে হাতাহাতিও হয়। তবে কেউই শারীরিকভাবে জখম হননি।

আর্সেনাল জানিয়েছে, আমরা খেলোয়াড় এবং তাদের পরিবারের সদস্যদের নিরাপত্তা দিচ্ছি। ফুটবলারদের ও তাদের প্রতিনিধিদের সঙ্গে কথা বলে এ সিদ্ধান্ত নিয়েছি।

সর্বশেষ