ফেনীতে গাছের সঙ্গে পিকনিকের বাসের ধাক্কা, নিহত ৬

 

- Advertisement -

ফেনীর লেমুয়ায় কক্সবাজারগামী একটি বাস দুর্ঘটনায় পতিত হয়ে অনন্ত ৬ জন নিহত ও ১৫ জন আহত হয়েছেন।

সূত্র জানায়, বাসটি পিকনিকের জন্য ঢাকা থেকে কক্সবাজারের উদ্দেশে যাচ্ছিল। ফেনীর লেমুয়ায় পৌঁছুলে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কে গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই ৬ জন নিহত হয়েছেন।

ঘটনার বিবৃতি দিয়ে দুর্ঘটনায় আহত রুমা আক্তার নামের এক বাসযাত্রী বলেন, ঢাকা থেকে রাত ২টায় রওনা দেই আমরা। এর মধ্যে হাইওয়েতে একটি রেস্তোরাঁয় সবাই নাস্তা করে আবার বাসে উঠে পড়ি। এর পর্যায় প্রায় সবাই ঘুমিয়ে পড়ি। আমাদের ঘুমের মধ্যেই এ দুর্ঘটনা ঘটেছে।

আহতদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতের কয়েকজনের অবস্থা গুরুতর। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি।

নিহতদের মরদেহ ফেনী সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।

বিস্তারিত আসছে…….

সর্বশেষ