- Advertisement -
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ এ বিষয়ে বুধবার বিকেলে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করেছেন। তিনি জানান, দোয়া মাহফিলের মাধ্যমে শুক্রবার দলের পক্ষ থেকে বিএনপি চেয়ারপারসন কারাবন্দি খালেদা জিয়ার ৭৪তম জন্মবার্ষিকী পালন করা হবে।
রিজভী বলেন, বৃহস্পতিবার খালেদা জিয়ার জন্মবার্ষিকী হলেও শুক্রবার ঢাকাসহ সারাদেশে বিএনপির পক্ষ থেকে তার রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।
সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান, যুগ্ম মহাসচিব হাবিব-উন-নবী খান সোহেল, কেন্দ্রীয় নেতা আমিনুল ইসলাম, টিএস আইউব প্রমুখ উপস্থিত ছিলেন।