ফাইল ফটো
কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের বাগমারা এলাকায় বাস-সিএনজি-অটোরিকশা সংঘর্ষে দুইজন নারীসহ ৭ আরোহী নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ৩ জন।
আজ রবিবার (১৮ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের কারো পরিচয় সনাক্ত করা যায়নি। আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।
লালমাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল আলম তালুকদার বলেন, দুপুর সোয়া ১২ টার দিকে কুমিল্লা-নোয়াখালী সড়কের লালমাই উপজেলার বাগমারা এলাকায় বাসের চাপায় অটোরিকশার ৫ যাত্রী ঘটনাস্থলেই মারা যায়। ওই ঘটনায় আহত দুই জনকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হলে, পথেই গুরুতর আহত দুই যাত্রীও মারা যায়। এই নিয়ে ওই অটোরিকশায় থাকা ৭ জন যাত্রীই মারা গেছে।
তিনি আরও বলেন, লাশগুলো উদ্ধার করে হাসপাতালের মর্গে নেওয়ার ব্যবস্থা করা হয়েছে।