চট্টগ্রামে ট্রাক চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

ডেস্ক নিউজ:  সোমবার রাত ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন পটিয়া পৌরসভার কাগজী পাড়ার আব্দুল মালেকের ছেলে শাহাজাহান (৪৫) ও তার শ্যালক ফার্স্ট সিকিউরিটি ব্যাংক এর জুনিয়র অফিসার রফিকুল ইসলাম আরজু (৩৬)। তিনি একই এলাকার জহির আহম্মদের ছেলে।

- Advertisement -

হাইওয়ে পুলিশ জানায়, দুই বন্ধু মোটর সাইকেলে কলাউজান থেকে পটিয়া উপজেলার এক বিয়ের অনুষ্ঠানে যাচ্ছিলেন। এ সময় বান্দরবান থেকে আসা ট্রাক পিছন থেকে চাপা দিলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

স্থানীয় সুত্রে জানাগেছে, শ্যালক দুলাভই মিলে মোটরসাইকেল নিয়ে চট্টগ্রামেরে দিক থেকে পটিয়া পৌরসভার দিকে যাওয়ার সময় পিছন দিক থেকে একটি দ্রুতগামী ট্রাক মোটর সাইকেলকে ধাক্কা দিলে দুজন সড়কের পার্শ্বে পুকুরে পড়ে যায়।

স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসকরা দুজনকে মৃত ঘোষণা করে। পটিয়া উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের জরুরী বিভাগের চিকিৎসক ডা: মিজানুর রহমান দুজন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তাদের লাশ উদ্ধার করে পটিয়া থানায় নেয়া হয়েছে।

সর্বশেষ