হালিশহরে ওয়াসার লাইনে পানি সরাসরি জারে ভরে বিক্রি

 

- Advertisement -

চট্টগ্রামের হালিশহর এলাকার ২নং রোডে বিক্রির উদ্দ্যেশে অবৈধভাবে জারের বোতলে সরাসরি ওয়াসার পানি ভরাট করার সময় স্থানীয় জনতা হাতে নাতে আটক করে এক ভুয়া পানি ব্যবসায়ীকে। আটককৃত ব্যবসায়ীর নাম মো.শামীম,পিতা,আবুল হাশেম,গ্রাম-খায়ের,থানা-দেবিদ্বার,জেলা-কুমিল্লা। বর্তমানে সে বি-ব্লক পুলিশ ফাঁড়ি এলাকায় থাকে। এসময় তার কাছ থেকে সকালে ‍বিক্রয়ের জন্য রাখা বিপুল সংখ্যক জারে ওয়াসার লাইনের পানি ভর্তি বোতল, ডাকনা পানির পাইপসহ একটি টেম্পু উদ্ধার করা হয়। দীর্ঘ ২বছর ধরে এই প্রতারক পুরো হালিশহর এ-ব্লক,ফইল্লাতলী বাজার,বি-ব্লকসহ বিভিন্ন বাসা বাড়িতে ও রেষ্টুরেন্টে মিনারেল ওয়াটার বলে সাপ্লাই করে আসছিল। প্রসঙ্গত কারনে এমনিতে গত কিছুদিন ধরে চট্টগ্রামের হালিশহর এলাকায় নতুন করে ৩১ জন পানিবাহিত রোগে আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে। এদের মধ্যে জরুরি চিকিৎসার জন্য দুজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা যায়, পানিবাহিত রোগ ছড়িয়ে পড়ায় হালিশহর এলাকার বাসিন্দাদের মধ্যে আতংক সৃষ্টি হয়েছে। গেল সপ্তাহে সেখানে ৩১ জন রোগী শনাক্ত করে রক্তের নমুনা সংগ্রহ করা হয়। গতকাল আরও ৩১ রোগীর নমুনা সংগ্রহ করা হয়। এর মধ্যে বেশিরভাগ ছিল হেপাটাইসিস-ই ও টাইফয়েড আক্রান্ত। তবে কিছু ডায়রিয়া আক্রান্ত রোগীও ছিল। ইতোমধ্যে চট্টগ্রাম জেলা সিভিল সার্জন অফিস ও ফৌজদারহাটস্থ বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) হাসপাতাল কর্তৃপক্ষ সেখানে মেডিকেল ক্যাম্প চালু করেছে। গতকাল ৫ সদস্যের চিকিৎসক দল মেডিক্যাল ক্যাম্পে সেবা দেন। প্রথম দিন ১৬১ রোগী সেখান থেকে প্রাথমিক চিকিৎসা নেন। জেলা সিভিল সার্জন ডা. আজিজুর রহমান সিদ্দিকী বলেন, “সপ্তাহে তিন দিন মেডিক্যাল ক্যাম্পে চিকিৎসা দেয়া হবে। গরীব-অসহায় রোগীরা সেখানে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ পাবেন। এছাড়াও পানি বিশুদ্ধকরণ বড়ি ও খাবার স্যালাইন দেয়া হবে। যোগ করে সিভিল সার্জন। প্রসঙ্গত, হালিশহর এলাকার শত শত বাসিন্দা পানিবাহিত রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এই নিয়ে ওই এলাকায় কিছুদিন ধরে আতংক সৃষ্টি হয়েছে। পরে জেলা সিভিল সার্জন অফিসের অনুরোধে ঢাকার রোগতত্ত¡-রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) প্রতিনিধি দল চট্টগ্রামে এসে আক্রান্তদের শরীর থেকে বিভিন্ন নমুনা সংগ্রহ করে। এছাড়াও আক্রান্ত রোগীদের ৫০ জন স্বজনেরও রক্তের নমুনা পরীক্ষার জন্য সংগ্রহ করে। পরে সেগুলি ঢাকায় পাঠানো হয়। এপ্রিল মাসে প্রায় তিনশ বাসিন্দা ডায়রিয়া আক্রান্ত হয়ে (বিআইটিআইডি) হাসপাতাল ভর্তি হন। অন্যদিকে ঢাকা থেকে আসা বিশেষজ্ঞ দল এলাকার বাসিন্দাদের ওয়াসা ও নলকুপের পানি ফুটিয়ে পান ও ব্যবহার করার জন্য বলেছে। এছাড়াও বাহিরের খাবার না খাওয়া এবং গর্ভবতী কেউ হেপাটাইটিস-ই তে আক্রান্ত হলে তাকে দ্রুত হাসপাতালে ভর্তি করতে বলা হয়েছে। উক্ত বিষয়ে ১১ নং ওয়ার্ড কাউন্সিলর মোরশেদ আকতার চৌধুরীকে জানানো হলে তিনি অবৈধ পানির বোতল ভর্তি টেম্পুসহ  ওয়ার্ড অফিসে জব্দ করে রাখার জন্য স্থানীয় জনতাকে নির্দেশনা দেয়া হয়।

সর্বশেষ