শেখ হাসিনাকে থামিয়ে দেয়ার চক্রান্ত চলছে,ওবায়দুল কাদের

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়নে এগিয়ে চলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাকে থামিয়ে দেয়ার জন্য চক্রান্ত চলছে। সোমবার বিকালে রাজধানীর কৃষিবিদ মিলনায়তনে এক আলোচনা সভায় এ মন্তব্য করেন তিনি। বঙ্গবন্ধু কৃষিবিদ পরিষদ জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভার আয়োজন করে। ওবায়দুল কাদের বলেন, বঙ্গবন্ধুকে হত্যার উদ্দেশ্যই ছিল প্রতিবিপ্লব গড়ে তুলে পাকিস্তানি ভাবধারায় বাংলাদেশকে নিয়ে যাওয়া। সেই চক্রান্ত এখনও চলছে। আর এর সঙ্গে জড়িত বিএনপিই। রোহিঙ্গা ইস্যুতে সরকারের নীতি নিয়ে প্রশ্ন তোলায় বিএনপির কঠোর সমালোচনা করে ওবায়দুল কাদের বলেন, মিয়ানমারের কাছে শেখ হাসিনা নাকি নতি স্বীকার করেছেন।

সর্বশেষ