বৃহস্পতিবার, ৭ নভেম্বর ২০২৪
spot_img

ইরানের পরমাণু চুক্তি থেকে সরে দাঁড়ানোর ঘোষণা ট্রাম্পের

 

ডোনাল্ড ট্রাম্প (ছবি- সংগৃহীত)ইরানের বিতর্কিত পরমাণু কর্মসূচি নিয়ে দেশটির সঙ্গে করা আন্তর্জাতিক সম্প্রদায়ের চুক্তি থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার (৯ মে) তিনি তার পূর্বসূরি বারাক ওবামার আমলে করা এ চুক্তিকে ‘ক্ষয়িঞ্চু ও পচনশীন’ অভিহিত করে বলেন, তিনি এ চুক্তিতে থাকবেন না।

ট্রাম্প বলেন, ‘একজন মার্কিন নাগরিক হিসেবে’ তার কাছে ইরানের সঙ্গে করা এ পরমাণু চুক্তি ‘লজ্জাকর’।

মার্কিন প্রেডিডেন্টের একতরফাভাবে দেওয়া এ ঘোষণা যুক্তরাষ্ট্রের মিত্র ইউরোপীয় দেশগুলোর অবস্থানের বিপক্ষে গেলো। অনেক মার্কিন সামরিক উপদেষ্টাও চুক্তি বহাল রাখার পক্ষে ছিলেন।

২০১৫ সালে ইরানের বিতর্কিত পরমাণু কর্মসূচি নিয়ে দেশটির সঙ্গে চুক্তি করে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, চীন, রাশিয়া ও জার্মানি। চুক্তির আওতায় ইরান নিজেদের পরমাণু কর্মসূচি স্থগিত রাখার ব্যাপারে একমত হয়। এর বিনিময়ে দেশটির ওপর থেকে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা আংশিক তুলে নেওয়া হয়। তবে শুরু থেকে এই চুক্তি নিয়ে সমালোচনা করেন ট্রাম্প। ২০১৬ সালে নির্বাচনি প্রচারণার সময় তিনি ঘোষণা দেন, তিনি ক্ষমতায় গেলে পূর্বসূরি বারাক ওবামার করা এ চুক্তি বাতিল করবেন তিনি। সূত্র : বাংলা ট্রিবিউন

সর্বশেষ