প্রিয় সংবাদ ডেস্ক:: চলতি বছরের নভেম্বর বা ডিসেম্বরের মধ্যেই পাক-ভারত যুদ্ধ হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন পাকিস্তানের রেলমন্ত্রী শেখ রশিদ আহমদ। গতকাল বুধবার রাওয়ালপিন্ডিতে একটি অনুষ্ঠানে দেয়া বক্তৃতায় এ কথা বলেন তিনি।
পাক-ভারত যুদ্ধের আশঙ্কা করে শেখ রশিদ বলেন, ভারত পাকিস্তানের মধ্যে প্রায় ১০টির মতো যুদ্ধ বা যুদ্ধ পরিস্থিতি সৃষ্টি হয়েছিল। আগামী নভেম্বর বা ডিসেম্বরের সময়টি খুবই গুরুত্বপূর্ণ। আমি দেখছি এর মধ্যে ভারতের সাথে আমাদের যুদ্ধ হতে পারে। এ জন্য সব মতভেদ ভুলে এখন এক সাথে চলতে হবে। তিনি বলেন, অধিকৃত কাশ্মিরে চূড়ান্ত স্বাধীনতা সংগ্রামের সময় এসেছে এবং ভারতের সাথে যুদ্ধ হবে এবারের মতো শেষ যুদ্ধ।
জাতিসঙ্ঘের নিরাপত্তা পরিষদ এ ব্যাপারে কোনো কার্যকরী পদক্ষেপ গ্রহণ করেনি। তারা সত্যিই ইস্যুটির সমাধান চাইলে সেখানে গণভোটের ব্যবস্থা করতেন।
পাকিস্তানের রেলমন্ত্রী বলেন, ভারতের ২৫ কোটি মুসলমান এখন পাকিস্তানের দিকে চেয়ে আছে। কাশ্মিরি জনগণের সাথে এখনই আমাদের কাঁধে কাঁধ মিলিয়ে চলতে হবে। অন্যথায় ইতিহাস আমাদের ক্ষমা করবে না। তিনি বলেন, ১০ মুহাররমের পরে আমি আবার কাশ্মির সফর করবো। তিনি বলেন, নিষ্ঠুর ও ফ্যাসিবাদী নরেন্দ্র মোদির কারণে কাশ্মির এখন ধ্বংসের দ্বারপ্রান্তে এবং তার সামনে একমাত্র প্রতিবন্ধক পাকিস্তান। তিনি প্রশ্ন করেন, এ ইস্যুতে বাকি মুসলিম বিশ্ব নীরব কেন? জিন্নাহ অনেক আগেই ভারতের মুসলিমবিরোধী মানসিকতা অনুধাবন করেছিলেন। যারা এখনো ভারতের সাথে সংলাপ সম্ভব মনে করেন, তারা নির্বোধ। ২৭ সেপ্টেম্বর জাতিসঙ্ঘে প্রধানমন্ত্রী ইমরান খানের ভাষণ হবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা ভাগ্যবান যে, আমাদের পাশে চীনের মতো বন্ধু পেয়েছি।
সূত্র : পাকিস্তান টুডে