পুলিশ প্রতিবেদনের আগে গ্রেফতার ব্যক্তিকে গণমাধ্যমের সামনে উপস্থাপন নয়: হাইকোর্ট

 

- Advertisement -

প্রিয় সংবাদ ডেস্ক:: মামলার তদন্ত চলাকালে ও পুলিশের প্রতিবেদন দাখিলের আগে গ্রেফতারকৃত ব্যক্তিকে গণমাধ্যমের সামনে উপস্থাপন বা মামলার তদন্ত কার্যক্রম সম্পর্কে বক্তব্য উপস্থাপন সমীচীন নয় বলে পর্যবেক্ষণ দিয়েছেন হাইকোর্ট। রোববার বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমান স্বাক্ষরিত আয়শা সিদ্দিকা মিন্নির জামিনের বিষয়ে প্রকাশিত রায়ে এ পর্যবেক্ষণ দেয়া হয়েছে।

আদালত পর্যবেক্ষণে বলেন, ইদানীং প্রায়ই লক্ষ করা যায়, বিভিন্ন আলোচিত অপরাধের তদন্ত চলাকালে পুলিশ-র‌্যাবসহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর হাতে গ্রেফতারকৃত ব্যক্তিদের সংশ্লিষ্ট আদালতে হাজির করার আগেই গণমাধ্যমের সামনে উপস্থাপন করা হয়, যা অনেক সময় মানবাধিকারের দৃষ্টিভঙ্গি থেকে অমর্যাদাকর এবং অ-অনুমোদনযোগ্য। আমাদের সবাইকে স্মরণ রাখতে হবে, যতক্ষণ পর্যন্ত বিচার প্রক্রিয়া শেষে সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে কেউ দোষী সাব্যস্ত না হচ্ছেন, ততক্ষণ পর্যন্ত চূড়ান্তভাবে বলা যাবে না যে তিনি প্রকৃত অপরাধী বা তার দ্বারাই অপরাধ সংঘটিত হয়েছে। পুলিশ প্রতিবেদন দাখিলের আগে গণমাধ্যমে গ্রেফতার কোন ব্যক্তি বা মামলার তদন্ত কার্যক্রম সম্পর্কে এমন কোনও বক্তব্য উপস্থাপন সমীচীন নয়, যা তদন্তের নিরপেক্ষতা নিয়ে জনমনে বিতর্ক বা প্রশ্ন সৃষ্টি করতে পারে।

আদালত আরো বলেন, আমাদের স্মরণ রাখা প্রয়োজন যে, মামলার তদন্ত এবং বিচার পর্যায়ে একজন অভিযুক্তের প্রাপ্ত আইনি অধিকার নিশ্চিত করা সংশ্লিষ্ট সকলের দায়িত্বের মধ্যে পড়ে।তাই গ্রেফতারকৃত ব্যক্তিদের আদালতে উপস্থাপনের আগে গণমাধ্যমের সামনে উপস্থাপন এবং কোনও মামলার তদন্ত চলার সময় তদন্ত বিষয়ে কতটুকু তথ্য গণমাধ্যমের সামনে প্রকাশ করা সমীচীন হবে, সে সম্পর্কে একটি নীতিমালা অতি দ্রুতার সঙ্গে প্রণয়ন করা বাঞ্ছনীয়।এই নীতিমালা প্রণয়ন ও যথাযথভাবে অনুসরণের জন্য সচিব স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং পুলিশের মহাপরিদর্শককে নির্দেশ প্রদান করা হলো।

সর্বশেষ