প্রিয় সংবাদ ডেস্ক:: আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ্য করে বিএনপির ভাইস-চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, আপনি বলেছেন, প্রেসিডেন্ট জিয়াউর রহমান খুনের রাজনীতি শুরু করেছেন। তাহলে জাসদ যে দাবি করে ১৯৭২-৭৫ সাল ৩০ হাজার নেতাকর্মীকে হত্যা করা হয়েছে। এটা কোন আমলে, কে করেছে? এদেশের বিপ্লবী পার্টি সর্বহারা দলের সভাপতি সিরাজ সিকদারকে কে হত্যা করেছে?
তিনি বলেন, প্রধানমন্ত্রী আপনাকে আমি বলবো, একটু ঠান্ডা মাথায় চিন্তা করে দেখেন, কোন আমলে এদেশে দুর্ভিক্ষ হয়েছিল, মানুষ মরে রাস্তায় পড়ে থাকতো? কোন আমলে বিরোধী দলকে নিশ্চিহ্ন করতে রক্ষীবাহিনী তৈরি করা হয়েছিল?
রোববার জাতীয় প্রেস ক্লাবের সামনে এক মানববন্ধনে তিনি এসব কথা বলেন। এসময় তিনি অবৈধ সরকারকে বাদ দিয়ে তত্ত্বাবধায়ক সরকার দেওয়ার দাবি জানান। শামসুজ্জামান দুদু বলেন, এই দেশ স্বাধীন হয়েছে বাকশালের জন্য নয়, বহুদলীয় গণতন্ত্রের জন্য। তাই এদেশে বাকশাল নয় গণতন্ত্র থাকবে।
দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, খালেদা জিয়াকে মুক্ত করতে এবং দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য সবাইকে ঐক্যবদ্ধ হয়ে এক জায়গায় দাঁড়াতে হবে। তাহলে খালেদা জিয়া মুক্তি পাবেন।