শনিবার, ২৫ জানুয়ারি ২০২৫
spot_img

খালেদা জিয়ার জামিন শুনানিতে আজও তুমুল হট্টগোল

 

- Advertisement -

খালেদা জিয়ার জামিন শুনানিতে তুমুল হট্টগোল হয়েছে আপিল বিভাগে। গতকালের মতো আজ বুধবারও শুনানির সময় অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমের বক্তব্য উপস্থাপনকালে আইনজীবীরা হট্টগোল করেন।

শেষের দিকে অ্যাটর্নি জেনারেল বিএনপি আইনজীবীদের দেওয়া বক্তব্যের জবাব দানকালে দাড়িয়ে যান জয়নুল আবেদীন। তিনি বলেন, এভাবে বলতে থাকলে আমাদেরও অনেক কথা বলার আছে। এসময় বিএনপিপন্থী আইনজীবীরা হট্টগোল শুরু করেন। তারা পেছন থেকে ধর ধর বলে হৈ চৈ শুরু করেন।

এদিকে বিএনপিপন্থী আইনজীবীরা হট্টগোল শুরু করলে আওয়ামীপন্থী আইনজীবীরাও পাল্টা হৈ চৈ শুরু করেন। এসময় অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম তার সমর্থকদের দাড়ানোর ইঙ্গিত করেন। তিনি তার বক্তব্য উপস্থাপন বাদ দিয়ে বলেন, এভাবে হলে শুনানি করা যাবেনা।
পরে প্রধান বিচারপতি ও বিএনপির জ্যেষ্ঠ আইনজীবীরা পরিস্থিতি শান্ত করলে আবারও শুনানি শুরু হয়। প্রধান বিচারপতি অ্যাটর্নি জেনারেলকে উদ্দেশ্য করে বলেন, আপনি উত্তেজিত না হয়ে আপনার বক্তব্য উপস্থাপন করুন। আর এভাবে হলে আমরা কোর্ট চালাবো কিভাবে। সবাই শান্ত হন।

সর্বশেষ