প্রিয় সংবাদ ডেস্ক:: কক্সবাজারে রামু উপজেলার একটি বাজারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে দোকানে ঘুমন্ত অবস্থায় পুড়ে মারা গেলেন মালিক ও কর্মচারী। নিহতরা হলেন- ফিরোজ আহমদ (৫৫) ও আনোয়ার হোসেন (১৫)।
নিহতরা হলেন- মুদি দোকানদার ফিরোজ আহমদ উপজেলার কচ্ছপিয়া ইউনিয়নের ছোট জামছড়ির লাল মোহাম্মদের ছেলে ও আনোয়ার হোসেন কচ্ছপিয়া ইউনিয়নের শুকমনিয়া গ্রামের নুর কাদেরের ছেলে।
স্থানীয়রা জানান, প্রতিদিনের মতো রাতে ফিরোজ আহমদ ও তার কর্মচারী আনোয়ার গর্জনিয়া বাজারের নিজ মুদির দোকানে ঘুমিয়ে পড়েন। দিবাগত রাত আড়াইটার দিকে তার দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুনের শিখা আশপাশের দোকানে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে রামু এবং কক্সবাজার ফায়ার সার্ভিসের কর্মীরা চেষ্টা চালিয়ে রাত সাড়ে ৩টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
পরে দমকল বাহিনীর কর্মীরা দোকানের ভেতর থেকে ফিরোজ আহমদ ও তার কর্মচারীর পুড়ে যাওয়া মরদেহ উদ্ধার করেন।
এ ঘটনায় সাতটি দোকান পুড়ে যায়। এসময় ফিরোজ আহমদের দোকানের সামনে রাখা মোটরসাইকেলটিও পুড়ে যায়।
উপজেলার কচ্ছপিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু ইসমাইল মো. নোমান জানান, ভোররাত ৪টার দিকে নিহতদের মরদেহ উদ্ধার করা হয়। মরদেহগুলো পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।