- Advertisement -
বিস্ময় সৃষ্টি করে আজ সকালেই মালয়েশিয়ার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন ড. মাহাথির মোহাম্মদ। মালয়েশিয়ার অনলাইন দ্য স্টার এ খবর দিয়েছে। সংক্ষিপ্ত ওই প্রতিবেদনে বলা হয়, প্রধানমন্ত্রীর শপথ গ্রহণ অনুষ্ঠানের আয়োজন শুরু হয়ে গেছে। বুধবারের নির্বাচনে মালয়েশিয়ায় নতুন ইতিহাস সৃষ্টি করে তিনিই প্রথমবারের মতো ৬১ বছর ক্ষমতায় থাকা বারিশান ন্যাশনালকে পরাজিত করেন। এর ফলে তার নেতৃত্বাধীন বিরোধী জোট পাকাতান হারাপান নতুন সরকার গঠন করতে চলেছে। রাজপ্রাসাদ থেকে তাকে সে স্বীকৃতি দেয়া হয়েছে বলে জানিয়েছেন মাহাথির।