spot_imgspot_img
spot_imgspot_img

আন্দোলনে ব্যর্থ হয়ে ষড়যন্ত্রের পথে যাবেন না: ফখরুলকে কাদের

spot_img

 

- Advertisement -

প্রিয় সংবাদ ডেস্ক:: কারাবন্দী খালেদা জিয়ার মুক্তির দাবিতে চলমান আন্দোলন ব্যর্থ হলে বিএনপি মহাসচিবকে ষড়যন্ত্রের পথে না হাটার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

বৃহস্পতিবার সকালে রাজধানীর সেতুভবনে কোরিয়ান এক্সপ্রেসওয়ের সঙ্গে বাংলাদেশের সেতু কর্তৃপক্ষের সমঝোতা স্মারক সই অনুষ্ঠানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, বিএনপির আন্দোলন যদি শান্তিপূর্ণ হয়ে তাহলে আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু আন্দোলনের নামে সহিংসতা, বিশৃঙ্খলা সৃষ্টি করলে সমুচিত জবাব দেয়া হবে।’

বিএনপির আন্দোলনকে সরকার ভয় পায় না মন্তব্য করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, মির্জা ফখরুল সাহেবকে বলবো, নিজেরা আন্দোলনে ব্যর্থ হয়ে ষড়যন্ত্রের পথে যাবেন না-এটাই আপনাদের কাছে আশা করি।

এ সময় খালেদা জিয়ার মুক্তির আন্দোলনে বিশৃঙ্খলা হলে ব্যবস্থা নেয়া হবে বলেও হুশিয়ার করেন কাদের।

spot_imgspot_img
spot_imgspot_img

সর্বশেষ