পটিয়ার বাইপাস সড়কে সৌদিয়া পরিবহনের বাস উল্টে নিহত-১,আহত-২৫

 

- Advertisement -

প্রিয় সংবাদ ডেস্ক:: চট্টগ্রামের পটিয়া বাইপাস সড়কে সৌদিয়া পরিবহনের একটি যাত্রীবাহি বাস উল্টে গিয়ে ১জন নিহত হয়েছে। এঘটনায় আহত হয়েছে ২৫ জন । তাৎক্ষণিক নিহতের নাম-পরিচয় পাওয়া যায়নি। আজ শনিবার বেলা ১২ টার দিকে এই দূর্ঘটনা ঘটে।


.
স্থানীয়রা জানায়, কক্সবাজার থেকে চট্টগ্রামের উদ্দ্যেশে ছেড়ে আসা সৌদিয়া পরিবহনের বাসটি পটিয়া নতুন বাইপাসের গাজীর বাড়ির অংশে আসলে সড়কের উপর একটি ছেলেকে দেখতে পাই। ছেলেটিকে বাঁচাতে গিয়ে সৌদিয়া বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে বাইপাসের পাশে সড়কে উল্টে যায়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করে স্থানীয় পটিয়া স্বাস্থ্য কমপ্লেক্স প্রেরন করে। এর মধ্যে তিনজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদেরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে বলে হাসপাতাল সুত্রে জানিয়েছে।

বিষয়টি নিশ্চিত করে পটিয়া ফায়ার স্টেশন অফিসার সৌমেন বড়ুয়া জানান, নিয়ন্ত্রণ হারিয়েে একটি বাস সড়কের পাশে ধানক্ষেতে উল্টে পড়ে। খবর পেয়ে ফায়ার স্টেশনের লোকজন পুলিশের সহযোগিতায় উদ্ধার কাজ চালাচ্ছে।

সর্বশেষ