নিজস্ব প্রতিবেদক : আফরোজা আকতার জেনি। কৃষক পিতার এইচএসসি পড়–য়া কন্যা। ছটফট করছে বিছানায়। ক্যান্সারে আক্রান্ত সে। অসুস্থ আফরোজা আকতার জেনির বাবা একজন কৃষক। বেশ কয়েক দিনের গলা ব্যথা নিয়ে বিভিন্ন চিকিৎসা করানোর পর দূরারোগ্য ব্যাধি ক্যান্সার ধরা পড়ে। সে বর্তমানে ১ বছর যাবৎ এ রোগে আক্রান্ত। বাংলাদেশের সুবিখ্যাত বিশেষজ্ঞ ডা. আজগর আলী চৌধুরীর তত্ত্বাবধানে আফরোজা আকতার জেনির চিকিৎসা চলছে। ইতোমধ্যে কয়েকবার কেমোথেরাপিও দেয়া হয়েছে। ক্যান্সারের চিকিৎসা অত্যন্ত ব্যয়বহুল হওয়ায় আফরোজা আকতার জেনির অসহায় পিতার পক্ষে তা করা সম্ভব হচ্ছে না। তিনি আশা করেন, সবার সহযোগিতায় তার কলিজার মেধাবী মেয়ে হয়তো একদিন স্বভাবিক জীবনে ফিরতে পারবে।
ক্যান্সার আক্রান্ত আরোজা আকতার জেনির চিকিৎসায় প্রয়োজন বিপুল অর্থের। এমন বিপন্ন, অসহায় এবং আফরোজা আকতার জেনির পাশে মানবিক দৃষ্টিতে এগিয়ে এসে সাহায্যের আবেদন জানিয়েছেন তার পরিবার।
চট্টগ্রাম রাউজান এর মোহাম্মদপুর গ্রামের বাসিন্দা আফরোজা আকতার জেনি গহিরা ডিগ্রী কলেজের মেধাবী ছাত্রী। জেনি দুরারোগ্য ব্যাধি ক্যান্সারে আক্রান্ত হয়ে নিভে যেতে চলেছে এক মেধাবী মুখ।
জেনির চিকিৎসার জন্য ইতিমধ্যে তার পরিবার দেশে ও ভারতে ২২ লক্ষ টাকা চেয়েও অধিক ব্যয় হয়েছে। এমতাবস্থায় তার পিতা ও পরিবারের পক্ষে ব্যয়বহুল চিকিৎসা চালিয়ে যাওয়া আর সম্ভব হচ্ছে না।
ভারতের বিশেষজ্ঞ ডাক্তার’’রা জানিয়েছেন যে অতি দ্রুত আরও উন্নত চিকিৎসার জন্য জেনিকে আমেরিকা নিয়ে চিকিৎসার জন্য পরামর্শ দিয়েছেন। ভারতীয় ডাক্তারের দেওয়া ২ মাস সময়ের মধ্যে ইতিমধ্যে ১ মাস অতিবাহিত হয়ে গেছে। তবে কি নিবে যাবে এক অসহায় পিতার চোখের সামনে একটি নিস্পাপ তাজা প্রাণ? কিভাবে বাচঁবে এই হতভাগা মেয়েটির অভাগা মা তার চোখেরমনি জেনিকে ছাড়া? তাই মমতাময়ী মা প্রধানমন্ত্রী সুদৃষ্টি আকর্ষণ কামনা করছে তার পরিবার। সুদৃষ্টি কামনা করছি রাউজান ৬ এর সংসদ সদস্য আলহাজ্ব এ.বি.এম ফজলে করিম চৌধুরীর। সমাজের বৃত্তবান ব্যাক্তিদের সাহায্য কামনা করছে তার পরিবার।
যোগাযোগ:
আফরোজা আকতার জেনি
ইসলামী ব্যাংক লিমিটেড
রাউজান শাখা
হিসাব নম্বর: ১২৯০৪
আফরোজা আকতার জেনি
এনআরবি কমার্শিয়াল ব্যাংক লি:
রাউজান শাখা
হিসাব নম্বর: ০১৩২৩১১০০০০০৬১২
আবদুর রহিম
একজন অসহায় হত দরিদ্র পিতা
মোবাইল: ০১৭১৬-৫৬৫৭২৫, ০১৮৮২-৮২৫৯৮১