- Advertisement -
প্রিয় সংবাদ ডেস্ক:: রাঙ্গামাটির বাঘাইছড়িতে প্রতিপক্ষীয় সন্ত্রাসীদের গুলিতে সংস্কারবাদী জেএসএস (এমএন লারমা) দলের দুই কর্মী নিহত হয়েছেন। নিহতরা হলেন- রিপেল চাকমা (২৫) ও বর্ষণ চাকমা (২৪)। মঙ্গলবার রাতে উপজেলার দুর্গম পাহাড়ি এলাকা বড়াদমের নবছড়ায় ঘটনাটি ঘটে।
জানা যায়, একদল সশস্ত্র সন্ত্রাসী অতর্কিত হানা দিয়ে সংস্কারবাদী জেএসএস (এমএন লারমা) দলের ওই দুই কর্মীকে ঘর থেকে ধরে নিয়ে যায়। এরপর কিছু দূর গিয়ে দুজনকেই বাড়ির পাশে গুলি করে হত্যা করা হয়।
ঘটনার জন্য জেএসএস (মূল) দলকে দায়ী করছে সংস্কারবাদী জেএসএস (এমএন লারমা) গ্রুপ। বাঘাইছড়ি থানার ওসি এমএ মঞ্জুর আলম বলেন, ওই এলাকায় প্রতিপক্ষীয় সন্ত্রাসীদের গুলিতে দুজন নিহত হওয়ার খবর শোনা গেছে।