খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাতের অনুমতি পাচ্ছেন না স্বজনরা

 

- Advertisement -

প্রিয় সংবাদ ডেস্ক:: অনুমতি না পাওয়ায় বিএনপি চেয়ারপারসন কারারুদ্ধ খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করতে পারছেন না তার স্বজনরা। সর্বশেষ ৩০ আগস্ট স্বজনরা তার সঙ্গে দেখা করেন।

এরপর সাক্ষাতের অনুমতি চেয়ে আবেদন করা হলেও কারা কর্তৃপক্ষ কোনো অনুমতি দিচ্ছে না। সর্বশেষ বুধবার এ ব্যাপারে কারা কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেন স্বজনরা। কারা কর্তৃপক্ষ তাদের জানায়, অনুমতির ব্যাপারে সরকারের উচ্চপর্যায় থেকে এখনও সবুজ সংকেত পাওয়া যায়নি। পেলে আপনাদের জানানো হবে।
খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাতের অনুমতি না পাওয়ায় আত্মীয়-স্বজনরা চিন্তায় রয়েছেন। এক আত্মীয় যুগান্তরকে বলেন, চেয়ারপারসনের শারীরিক অবস্থা ভালো নেই বলেই হয়তো কারা কর্তৃপক্ষ তার সঙ্গে সাক্ষাতের অনুমতি দিচ্ছে না।

সর্বশেষ