মিরপুরে ৫ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

 

- Advertisement -

প্রিয় সংবাদ ডেস্ক:: রাজধানীর মিরপুরের পল্লবী ও রূপনগর এলাকায় সড়ক ও ফুটপাত থেকে পাঁচ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ৮টা থেকে উচ্ছেদ অভিযান শুরু হয়। চলবে দুপুর ২টা পর্যন্ত।

উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দেন ঢাকা-১৬ আসনের সংসদ সদস্য ইলিয়াস উদ্দিন মোল্লা। অভিযানে মিরপুর ৬ ও ৭ নম্বর, আরামবাগ, পূরবী সিনেমা হলের গলি ও মিরপুর ১২ নম্বর এলাকার সড়ক ও ফুটপাতের বিভিন্ন দোকানপাট এবং অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।

স্থানীয় সংসদ সদস্য ইলিয়াস উদ্দিন মোল্লা বলেন, ঢাকা-১৬ আসনের কোথাও ফুটপাত ও সড়ক দখল করে চলাচলে বাধা প্রদান, অবৈধ ব্যাটারিচালিত রিকশা ও যানবাহন রাখা যাবে না।

আরও কয়েক দিন অবৈধ স্থাপনা উচ্ছেদ কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি জানান। এ সময় স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর রজ্জব হোসেন, মিরপুরের এডিসি, পল্লবী ও রূপনগর থানার ওসি এবং স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সর্বশেষ