ঢাবিতে ছাত্রদলের উপর ছাত্রলীগের হামলা

 

- Advertisement -

প্রিয় সংবাদ ডেস্ক:: ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের হামলায় ছাত্রদলের আট নেতা-কর্মী আহত হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) সোমবার দুপুরে এ হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন, বিশ্ববিদ্যালয় ছাত্রদল শাখার, যুগ্ম সাধারণ সম্পাদক শাহনেওয়াজ, ফিরোজ, মাসুম, মাহবুব, শাহীন, কামরুল, মাহফুজ,সজল।

আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নেতা জিসান আহমেদ।

তিনি বলেন, সকালে আমরা মধুর ক্যান্টিনে গেলে ছাত্রলীগের নেতারা আমাদের সেখান বের করে দেয়। সেখান থেকে বের হয়ে হাকিম চত্বরে কাছে আসলে তারা আমাদের উপর আক্রমণ করে। তিনি আরো বলেন, হাসপাতাল যাওয়ার সময় আবারো দ্বিতীয় দফায় আমাদের ওপর হামলা করে হামলার চালায়।

সর্বশেষ