প্রিয় সংবাদ ডেস্ক:: বগুড়া গোয়েন্দা পুলিশ (ডিবি) সোমবার অভিযান চালিয়ে ২টি বিদেশী পিস্তল, ৪ রাউন্ড গুলি, ৩টি ম্যাগাজিন উদ্ধার এবং এক সঙ্গীসহ যুবলীগ নেতার স্ত্রীকে গ্রেফতার করেছে।
জেলা গোয়েন্দা পুলিশের ওসি আসলাম আলী জানান, সোমবার বিকাল সাড়ে ৩টায় ডিবি পুলিশ বগুড়া শহরের কাটনারপাড়াস্থ করনেশন স্কুলের পূর্বপাশে হতে ওই এলাকার মোঃ কামরুল হোসেন এর ছেলে মোঃ আরিফিন সৈকত (২৯) কে আটক করে। এসময় তার নিকট হতে একটি ৭.৬৫ বিদেশী পিস্তল, ২টি ম্যাগজিন ও ৪ রাউন্ড গুলি উদ্ধার করে।
সৈকতের তথ্য মতে শহর যুবলীগের সদস্য ও সদরের চকসূত্রাপুর চামড়া গুদামস্থ মোঃ সোহাগ সরকার এর স্ত্রী রিমা খাতুন (৩২)কে আটক করে। এসময় তার স্বীকারোক্তি অনুযায়ী বসত বাড়ীর ২য় তলার ছাদে বালির স্তুপের মধ্যে থেকে একটি ৯ এমএম বিদেশী পিস্তল, একটি ম্যাগজিন উদ্ধার করা হয়। এই ঘটনায় বগুড়া সদর থানায় নিয়মিত মামলা করা হয়েছে।
বগুড়া শহর যুবলীগের সাধারন সম্পাদক উদয় কুমার বর্মণ জানান, আটক রিমা খাতুন শহর যুবলীগের সদস্য সোহাগ সরকারের স্ত্রী।