প্রিয় সংবাদ ডেস্ক:: গাজীপুর মহানগর বিএনপির সভাপতি সাবেক এমপি মুক্তিযোদ্ধা হাসান উদ্দিন সরকার বলেছেন, জীবনবাজি রেখে পাকিস্তানিদের হটিয়ে দেশ স্বাধীন করেছি আরেকটি দেশের গোলামি করার জন্য নয়। এখন সময় এসেছে, জাতীয়তাবাদী ও ইসলামী চেতনার দেশপ্রেমিক সবাইকে ঐক্যবদ্ধ হয়ে এই গোলামির পিঞ্জির থেকে দেশকে মুক্ত করা ও দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করে গণতন্ত্র পুনরুদ্ধারে ভূমিকা রাখার।
সোমবার বিকালে টঙ্গী পূর্ব থানা ৪৫ নম্বর ওয়ার্ড বিএনপির নবগঠিত কমিটির পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মুক্তিযোদ্ধা হাসান উদ্দিন সরকার আরও বলেন, আগামী প্রজন্মকে মেধাশূন্য করতে দেশীয় ও আন্তর্জাতিক চক্রান্তে দেশের শিক্ষা ব্যবস্থাকে সুপরিকল্পিতভাবে ধ্বংস করা হচ্ছে হচ্ছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মো. সোহরাব উদ্দিন বলেন, খালেদা জিয়ার মুক্তি ছাড়া গণতন্ত্র পুনরুদ্ধার সম্ভব নয়। তাই গণতন্ত্রের নেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির আন্দোলনের জন্য সবাইকে প্রস্তুত থাকতে হবে।
টঙ্গী পূর্ব থানা বিএনপির সভাপতি রাশেদুল ইসলাম কিরণের সভাপতিত্বে ও মহানগর বিএনপির দফতর সম্পাদক আব্দুর রহিম খান কালার সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন মহানগর বিএনপির সহসভাপতি অধ্যাপক ড. সিরাজুল ইসলাম মোল্লা, সৈয়দ আক্তারুজ্জামান, সাংগঠনিক সম্পাদক সাবেক কাশিমপুর ইউপি চেয়ারম্যান মো. শওকত হোসেন সরকার, মহানগর বিএনপির যুগ্ম সম্পাদক আব্দুস সালাম, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম টুটুল।
সভায় উপস্থিত ছিলেন বিএনপি নেতা আজিজুল হক রাজু মাস্টার, অ্যাডভোকেট শহীদুল ইসলাম, নূর-ই-মোস্তফা খান, আমিনুল ইসলাম, নাসির উদ্দিন মৃধা, মিজানুর রহমান, গাজী ওমর ফারুক, বিল্লাল হোসেন, বদর উদ্দিন বধু, গোলাপ মিয়া, জাহাঙ্গীর আলম প্রমুখ।