spot_imgspot_img
spot_imgspot_img

টেন্ডারবাজি, চাঁদাবাজি, সন্ত্রাস, মাদককারবারি তাদের বিরুদ্ধে শেখ হাসিনার অ্যাকশন শুরু : কাদের

spot_img

 

- Advertisement -

প্রিয় সংবাদ ডেস্ক:: গুটিকয়েক লোকের দায়ভার আওয়ামী লীগ নেবে না মন্তব্য করে দলটির সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, যারা টেন্ডারবাজি, চাঁদাবাজি, সন্ত্রাস, মাদককারবারি তাদের বিরুদ্ধে শেখ হাসিনার অ্যাকশন শুরু হয়েছে। শুধু রাজধানী ঢাকা নয়, ঢাকার বাইরেও শুরু হচ্ছে। গুটিকয়েক লোকের অপকর্মের দায়ভার আওয়ামী লীগ নেবে না।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে শনিবার বিকেলে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন। এ সময় তিনি আরো বলেন, যারা বিএনপি ও ফ্রিডম পার্টির লোকদের বৃহৎ এ দলে এনেছেন, অনুপ্রবেশে সহায়তা করেছেন তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া হবে।

আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য আমীর হোসেন আমুর সভাপতিত্বে সভায় আরো উপস্থিত ছিলেন উপদেষ্টামন্ডলীর সদস্য তোফায়েল আহমেদ, এইচ টি ইমাম, প্রেসিডিয়াম সদস্য মতিয়া চৌধুরী, অ্যাডভোকেট সাহারা খাতুন, নুরুল ইসলাম নাহিদ, ড. আব্দুর রাজ্জাক, যুগ্ন সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ, ডা: দীপু মনি, আব্দুর রহমান, সাংগঠনিক সম্পাদক বাহাউদ্দিন নাছিম, খালিদ মাহমুদ চৌধুরী, মহিবুল চৌধুরী নওফেল, প্রচার সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ, কৃষি সম্পাদক ফরিদুন্নাহার লাইলী সহ আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা।

ওবায়দুল কাদের বলেন, শেখ হাসিনা দুর্নীতির বিরুদ্ধে ক্রসেড শুরু করেছেন। দিস ইজ এ ক্রুসেড এগেইনস্ট করাপশন। দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ে আমাদের জিততে হবে। আমরা কি গুটি কয়েকের জন্য গোটা পার্টি এই বদনামের ভাগিদার হবো? আমাদের ইমেজকে যারা ডেমেজ করছে তাদের বিরুদ্ধে শেখ হাসিনার এ লড়াই।

অপকর্মকারীদের প্রশ্রয় দেয়া হবে না হুঁশিয়ার করে কাদের বলেন, তাদের জন্য এত উন্নয়ন, অর্জন ম্লান হতে পারে না। আমাদের নেত্রী কষ্ট করে, পরিশ্রম করে যে অর্জন করেছেন তা আমাদের গুটি কয়েকের জন্য ম্লান হতে দিতে পারি না।

spot_imgspot_img
spot_imgspot_img

সর্বশেষ