বিএনপি নেতাদের সম্পদের হিসাবও বের করা হবে: সেতুমন্ত্রী

 

- Advertisement -

প্রিয় সংবাদ ডেস্ক:: বিএনপি নেতাদের সম্পদের হিসাবও বের করা হবে বলে জানিয়েছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

রোববার দুপুরে রাজধানীর বিমানবন্দর সড়কে শহীদ রমিজউদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের সামনে আন্ডারপাস নির্মাণ প্রকল্পের কাজের অগ্রগতি পরিদর্শনে গিয়ে তিনি এ কথা বলেন।

সেতুমন্ত্রী বলেন, বিএনপি ক্ষমতায় থাকাকালে দলটির নেতারা যে অবৈধ সম্পদ বানিয়েছেন, তার শ্বেতপত্র প্রকাশ করা হবে।

নিরাপদ সড়ক পরিবহন আইন সংশোধনের বিষয়টি গুজব জানিয়ে ওবায়দুল কাদের বলেন, এটি গুজব। আইন সংশোধনের বিষয়ে মন্ত্রণালয় কিছুই জানে না। অথচ দেখলাম এ বিষয় নিয়ে টিআইবি উদ্বেগ প্রকাশ করেছে।

ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সভাপতি ইসমাইল হোসেন চৌধুরী সম্রাটের বিষয়ে তিনি বলেন, এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী যে বক্তব্য দিয়েছেন, সেটি যথাযথ। এ বিষয়ে তিনিই বলার অধিকার রাখেন।

সর্বশেষ