ডেস্ক রিপোর্ট : রাতারাতি বিদেশ থেকে প্রতি কেজি ৪২ টাকায় আমদানি করা পেঁয়াজ ৮০-৯০ টাকায় বিক্রির প্রমাণ পেয়েছে প্রশাসন। চট্টগ্রামের চাক্তাই খাতুনগঞ্জে পেঁয়াজের পাইকারি আড়তে অভিযান চালিয়ে এমন চিত্র দেখেছে জেলা প্রশাসন। এদিকে, দ্বিগুনে উন্নীত হওয়া পেঁয়াজের দাম জেলা প্রশাসনের অভিযানের প্রেক্ষিতে অর্ধেকে নেমে এসেছে।
ভারতের রফতানি বন্ধের সিদ্ধান্তের জের ধরে রাতের মধ্যেই পেঁয়াজের দাম নিয়ে যাওয়া হয়েছিল ৬৫-৭০ টাকা থেকে ১২০ টাকায়। মঙ্গলবার সকালে অভিযান শুরুর পর খাতুনগঞ্জে ভারতীয় পেঁয়াজ প্রতিকেজি ৬৫ থেকে ৭০ টাকা এবং মিয়ানমারের পেঁয়াজ প্রতিকেজি ৫৫ থেকে ৬০ টাকায় বিক্রি হতে দেখা গেছে।
চট্টগ্রামের চাক্তাই খাতুনগঞ্জে পেঁয়াজের পাইকারি আড়তে অভিযানের পর এমন চিত্র দেখেছে জেলা প্রশাসন।মঙ্গলবার বেলা ১১টা থেকে পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দিচ্ছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তৌহিদুল ইসলাম।