রবিবার, ৯ ফেব্রুয়ারি ২০২৫
spot_img

বাংলাদেশ এখন মহাকাশে অবস্থান করছে : প্রধানমন্ত্রী

 

- Advertisement -

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশ এখন মহাকাশে অবস্থান করছে। আওয়ামী লীগ ক্ষমতায় আছে বলেই বাংলাদেশ বঙ্গবন্ধু-১ স্যাটেলাইট উৎক্ষেপণের মাধ্যমে বাংলাদেশ স্বাধীন জাতি হিসেবে বিশ্বে উচ্চ মর্যাদা অর্জন করেছে।

শনিবার (১২ মে) রাজধানীর মুগদায় ন্যাশনাল ইন্সটিটিউট অব অ্যাডভান্সড নার্সিং এডুকেশন এন্ড রিসার্চের উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য রাখেন তিনি। প্রধানমন্ত্রী জানান, এই স্যাটেলাইট দেশের সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এ সময় প্রধানমন্ত্রী আরও বলেন, মহাকাশে বঙ্গবন্ধু-১ স্যাটেলাইট উৎক্ষেপণের মধ্য দিয়ে বিশ্বের কাছে বাংলাদেশ সম্মানজনক অবস্থানে উন্নীত হয়েছে।

প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের জনগণ নৌকা মার্কায় ভোট দিয়ে এদেশের স্বাধীনতা অর্জন করেছে। আবার নৌকা মার্কায় ভোট দিয়েছিলো বলেই আওয়ামী লীগ সরকার গঠন করতে পেরেছে। আর সরকার গঠন করেই বাংলাদেশের সার্বিক উন্নয়নে ব্যাপকভাবে কাজ করেছে। আর সেই কাজের ফলেই আজকে আমরা বাংলাদেশকে মহাকাশ পর্যন্ত নিয়ে যেতে সক্ষম হয়েছি।’

তিনি আরও বলেন, এই স্যাটেলাইটের মাধ্যমে শুধুমাত্র বিনোদন হবে তা কিন্তু না, এটা আমাদের সার্বিকভাবে কাজে লাগবে। এটা বিভিন্ন ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারবো। আমাদের শিক্ষা, বিনোদন চিকিৎসা সেবাসহ এমনকি আমাদের প্রাকৃতিক দুর্যোগ থেকে শুরু করে বিভিন্ন ক্ষেত্রেই কিন্তু আমরা এখান থেকে তথ্য সংগ্রহ করতে পারবো।

স্যাটেলাইট ভাড়া দিয়ে বৈদেশিক মুদ্রা অর্জন করা সম্ভব হবে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, স্বাধীন জাতি হিসেবে বিশ্ব দরবারে আমরা একটা উচ্চ মর্যাদা পেয়েছি।

সর্বশেষ