খালেদার মুক্তিতে উচ্চ পর্যায় থেকে রেসপন্স আসেনি : ওবায়দুল কাদের

 

- Advertisement -

প্রিয় সংবাদ ডেস্ক:: সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বেগম খালেদা জিয়ার মুক্তির ব্যাপারে বিএনপি এমপিরা আমাদের সঙ্গে কথা বলেছেন। আমার মাধ্যমে তারা সরকারের উচ্চ পর্যায়ে বিষয়টি বিবেচনার কথা বলেছেন। প্রধানমন্ত্রীর সঙ্গে কথা হয়েছে। তবে বিষয়টি নিয়ে সরকারের উচ্চপর্যায়ে থেকে কোনো রেসপন্স আসেনি।আজ গাজীপুরের কালিয়াকৈর এলাকার খাড়াজোয়ায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চারলেন প্রকল্পের কাজ পরিদর্শনে এসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, খালেদা জিয়া যদি জামিন পান এবং চিকিৎসকদের পরামর্শে বিদেশ যাওয়ার মতো অবস্থা থাকে কিংবা সেই পর্যায়ে তার স্বাস্থ্যের অবনতি ঘটে সেটা পরবর্তীতে বিবেচনা করা যাবে। তবে তার স্বাস্থ্য নিয়ে বিএনপি যে দাবি করছে চিকিৎসকদের মতামতের সঙ্গে এর সঙ্গতি নেই। অসুস্থতার বিষয়ে বিএনপির বক্তব্য এবং হাসপাতালের মেডিকেল বোর্ডের বক্তব্যের কোনো মিল নেই। চলমান দুর্নীতিবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সড়ক ও জনপথের (সওজ) ঢাকা বিভাগীয় পরিচালক সবুজ উদ্দিন খান, জেলা পুলিশ সুপার শামসুন্নাহার প্রমুখ।

সর্বশেষ