‘শেখ হাসিনার দুলালেরা ক্যাসিনো সম্রাট’

 

- Advertisement -

প্রিয় সংবাদ ডেস্ক:: প্রধানমন্ত্রী শেখ হাসিনার দুলালেরা বর্তমানে ক্যাসিনো সম্রাট বলে মন্তব্য করেছেন সাবেক মন্ত্রী ও কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরী।

তিনি বলেন, প্রধানমন্ত্রীর বাসভবনে যারা সবসময় আসে-যায় সেই যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগের ছেলেরা ক্যাসিনো ব্যবসা করে দেশকে আজ ধ্বংসের দ্বারপ্রান্তে এনে দাঁড় করিয়েছে।

বৃহস্পতিবার রাতে মাগুরার মহম্মদপুর উপজেলার বাবুখালী ইউনিয়নে হাটবাড়িয়া গ্রামে নিজ বাড়িতে এক মতবিনিময়সভায় এসব কথা বলেন নিতাই রায়।

বিএনপির এ নেতা বলেন, ঢাকাতে হঠাৎ করে দেখা যাচ্ছে র্যা ব, পুলিশ, গোয়েন্দা সংস্থা নেমেছে প্রধানমন্ত্রীর দুলালদের গ্রেফতার করতে। আমি নিজে কোনো দিন জানতাম না ক্যাসিনো কী? এটা বাংলাদেশে আছে তা আমার জানা ছিল না, ঢাকাতে একশ জায়গায় ক্যাসিনো চলে।

‘একটা জায়গা থেকে প্রতিদিন এক কোটি টাকা দিতে হয় শেখ হাসিনার আদরের দুলাল ঢাকা দক্ষিণ যুবলীগের সভাপতি সম্রাট, ইব্রাহিম, খালেদসহ কয়েকজনকে। দেশের জনগণ গত কয়েক দিনে দেখেছে যুবলীগ, ছাত্রলীগের নেতাদের বাড়িতে র্যােব পুলিশ তল্লাশি চালিয়ে শত শত কোটি টাকা, শত শত ভরি সোনা, মদসহ অনেকই আটক করেছে।’

নিতাই রায় আরও বলেন, ক্যাসিনো সম্রাটদের শেখ হাসিনা আটক করতে চায়নি। আসলে তার হাতে আর ক্ষমতা নেই। যেকোনো সময় শেখ হাসিনার পতন হবে। কারণ ফ্যাসিবাদের একসময় পতন হবেই।

কারাবন্দি খালেদা জিয়ার সঙ্গে নিষ্ঠুর অমানবিক ব্যবহার করা হয়েছে দাবি করে তিনি বলেন, বেগম জিয়ার কোনো ক্ষতি হলে এর দায় শেখ হাসিনাকেই নিতে হবে। মতবিনিময়সভায় অবিলম্বে খালেদা জিয়ার মুক্তির দাবিতে জানান তিনি।

উপজেলা বিএনপির সভাপতি গোলাম আজম মিয়া সাবুর সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন, জেলা বিএনপির আহ্বায়ক আলী আহম্মেদ, সদস্য সচিব আকতার হোসেন, যুগ্ম আহ্বায়ক ফারুকুজ্জামান ফারুক, খান হাসনা ইমাম সুজা, আলমগীর হোসেন, রোকনুজ্জামন খান, মিথুন রায় চৌধুরী, সদর বিএনপির সাধারণ সম্পাদক কুতুব উদ্দিন, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মাসুদ হাসান কিজিল, মহম্মদপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আকতারুজ্জামান, জেলা যুবদলের সভাপতি ওশিকুর রহমান কল্লোল, জেলা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক হাসানুজ্জামন হাসু, জেলা ছাত্রদলের সিনিয়ার সভাপতি শামিম হোসেন মিলন প্রমুখ।

এ ছাড়া উপস্থিত ছিলেন মহম্মদপুর উপজেলা বিএনপি, ইউনিয়ন বিএনপিসহ যুবদল, স্বেচ্ছাসেবক, ছাত্রদলসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীবৃন্দ। সভায় উপজেলা বিএনপির কমিটি গঠন কোন প্রক্রিয়ায় হবে নেতারা তাদের মতামত প্রদান করেন।

সর্বশেষ