পাহাড়তলীতে ভুয়া সাংবাদিক শহীদুলকে আটক করেছে পুলিশ

 

- Advertisement -

প্রিয় সংবাদ ডেস্ক:: এস টিভি নামে কথিত এক ইউটিউব চ্যানেল চাকুরী দেয়ার কথা বলে এক তরুণীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে শহীদুল ইসলাম (৪৫) নামে এক ভুয়া সাংবাদিককে আটক করেছে পুলিশ।

সোমবার (৭ অক্টোবর) নগরীর পাহাড়তলী থানার দক্ষিণ কাট্টলী থেকে তাকে আটক করা হয়। আটক শহীদুল ইসলাম ওই এলাকার হাজী মো. ছগীর মিয়ার বাড়ির মৃত শামসুল ইসলামের ছেলে।

তার বিরোদ্ধে গোপনে নারীদের ছবি তোলার পর তা টিভিতে প্রচারের ভয় দেখিয়ে চাকরিতে বাধ্য ও ধর্ষণের চেষ্টা করা হতো। এমন অভিযোগ রয়েছে।

অভিযোগকারী এক নারী পুলিশকে জানায় শহীদুল তার অফিসে গোপন ক্যামেরায় ধারণ করা ভিডিও দেখিয়ে বলেছেন, ‘বেশি বাড়াবাড়ি করলে দুজনের ভিডিও ইউটিউবে ছড়িয়ে দেওয়া হবে।’ হুমকির পরেও স্বপ্না থেমে না থেকে পাহাড়তলী থানায় নারী ও শিশু নির্যাতন মামলা করেছি।

পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মঈনুর রহমান বলেন, আটক শহীদুল ইসলাম নিজেকে সাংবাদিক পরিচয় দিয়ে এস টিভি নামে অনলাইন চ্যানেলের মালিক দাবী করে সেখানে চাকরির জন্য নারীদের নিয়ে আসতেন। চাকরি দিলেও তাদের ঠিকমতো বেতন দিতেন না। বেতন না পেয়ে চাকরি ছেড়ে দিতে চাইলে সে মোবাইলে ধারণকৃত ছবি টিভিতে প্রচারের ভয় দেখিয়ে চাকরিতে বাধ্য করত। এছাড়া সে ওই নারীদের ধর্ষণের চেষ্টাও করত।

তিনি আরো বলেন, ভুক্তভোগীরা থানায় এসে অভিযোগ করলে ঘটনার সতত্য পাওয়া যায়। এরপর তাকে আটক করা হয়। তার বিরুদ্ধে মামলার প্রস্তুতি নেওয়া হচ্ছে।

সর্বশেষ