মাশরাফির বাবা অসুস্থ হয়ে হাসপাতালে

 

- Advertisement -

প্রিয় সংবাদ ডেস্ক:: নড়াইল-২ আসনের সংসদ সদস্য ও জাতীয় দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার বাবা গোলাম মুর্তজা স্বপন অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি।

শুক্রবার সন্ধ্যায় নড়াইলে নিজের বাড়িতে হঠাৎ করেই বুকে ব্যথা অনুভব করেন মাশরাফির বাবা। অসুস্থ হওয়ায় পরিবারের লোকজন দ্রুত চিকিৎসকদের খবর দেন।

উন্নত চিকিৎসার জন্য যশোরে নেয়ায় হয় মাশরাফির বাবাকে। বর্তমানে যশোর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন রয়েছেন তিনি।

নড়াইল সদর হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা চিকিৎসক মশিউর রহমান বাবু জানিয়েছেন, শুক্রবার রাত ১০টার দিকে গোলাম মুর্তজাকে যশোর সম্মিলিত সামরিক হাসপাতালে নিয়ে আসা হয়। এখানে তার শারীরিক পরীক্ষা করা হয়।

সর্বশেষ