আবরার হত্যা: সমাবেশের অনুমতি নিতে ডিএমপিতে বিএনপি

 

- Advertisement -

প্রিয় সংবাদ ডেস্ক:: ভারতের সঙ্গে সম্পাদিত চুক্তি বাতিল ও বুয়েট ছাত্র আবরার ফাহাদ হত্যার বিচার দাবিতে পূর্ব ঘোষিত সমাবেশের অনুমতি নিতে ডিএমপি কার্যালয়ে গেছে বিএনপি।

শনিবার দুপুর ১২টার পর বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানীর নেতৃত্বে একটি প্রতিনিধি দল ডিএমপিতে যায়।

ভারতের সঙ্গে চুক্তি বাতিল ও আবরার হত্যা প্রতিবাদে আজ ঢাকাসহ সারা দেশের মহানগরে জনসভা করবে বিএনপি। একই দাবিতে আগামীকাল রোববার সারা দেশের জেলা শহরগুলোতে জনসভা করা হবে।

গত বৃহস্পতিবার রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচির ঘোষণা দেয়া হয়।

ভারতের সঙ্গে চুক্তির বিরোধিতা করে স্ট্যাটাস দেয়ার জেরে ৬ অক্টোবর ছাত্রলীগ নেতাকর্মীদের হাতে নির্মমভাবে নিহত হন বুয়েটের মেধাবী ছাত্র আবরার ফাহাদ।

সর্বশেষ