রবিবার, ৯ ফেব্রুয়ারি ২০২৫
spot_img

ঢাকা-চট্টগ্রাম রুটে বাস ধর্মঘটের কর্মসূচি স্থগিত

 

- Advertisement -

যানজট নিরসনের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সোমবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বাস না চালানোর ঘোষিত কর্মসূচি স্থগিত ঘোষণা করেছে পরিবহন মালিক-শ্রমিকরা।

আন্তঃজেলা বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক কফিল উদ্দিন রোববার রাতে চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ কমিশনার কুসুম দেওয়ানের (ট্রাফিক) সঙ্গে বৈঠকের পর কর্মসূচি স্থগিত ঘোষণা করেন। বৈঠক থেকে বেরিয়ে সাংবাদিকদের তিনি বলেন, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যান চলাচলে শৃঙ্খলা ফিরিয়ে আনার প্রতিশ্রুতিতে পরিবহন ধর্মঘট স্থগিত করা হয়েছে।

কফিল উদ্দিন জানান, এছাড়া বৈঠকে আগামী ১৫ মে’র মধ্যে ফেনী ওভারপাসের একাংশ খুলে দেওয়ার আশ্বাসও দেওয়া হয়েছে। এর আগে দুপুরে যানজট নিরসনের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সোমবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বাস না চালানোর ঘোষণা দেন পরিবহন মালিক-শ্রমিকরা। এছাড়া সোমবারের মধ্যে যানজট নিরসন না হলে মঙ্গলবার থেকে প্রতিদিন দুপুর ১২টা থেকে বেলা ৩টা পর্যন্ত যাত্রীবাহী কোনো বাস না চালানোরও ঘোষণা দেন তারা।

বাস মালিক সমিতি ও বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন যৌথভাবে এ ধর্মঘটের ডাক দেয়। ওই সময় আন্তঃজেলা বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক কফিল উদ্দিন বলেন, ঢাকা-চট্টগ্রাম রুটে চলমান এই যানজটে একদিকে যাত্রী ভোগান্তি যেমন বেড়েছে, অন্যদিকে পরিবহন মালিকরা আর্থিক ক্ষতির শিকার হচ্ছেন। এভাবে চলতে থাকলে আসন্ন রোজা ও ঈদে যানজট আরও চরম আকার ধারণ করবে।

সর্বশেষ