চীন-যুক্তরাষ্ট্রের সঙ্গে কি তাহলে পরকীয়ার সম্পর্ক: আলাল

 

- Advertisement -

প্রিয় সংবাদ ডেস্ক:: বাংলাদেশ-ভারত সম্পর্ক নিয়ে সরকারের এক মন্ত্রীর মন্তব্যের সমালোচনা করে বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেছেন, ‘আমাদের এক মন্ত্রী কিছুদিন আগে বললেন, ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক হচ্ছে স্বামী-স্ত্রীর মত। ভারতের সঙ্গে যদি স্বামী-স্ত্রীর সম্পর্ক হয়, তাহলে চীন, যুক্তরাষ্ট্রের সঙ্গে কি পরকীয়ার সম্পর্ক?’

বুধবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল আয়োজিত এক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। দেশবিরোধী চুক্তি বাতিল, আবরার হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি, ভোলার ঘটনার দ্রুতবিচার এবং খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে এ আলোচনা সভার আয়োজন করা হয়।

আলাল বলেন, আমাদের প্রতিবেশী দেশ ভারত প্রকৃতিগতভাবে এবং ভৌগলিক কারণে মুক্তিযুদ্ধের সময় আমাদের সহযোগিতা করেছিল। এটা ঐতিহাসিক সত্য, কিন্তু এর বিনিময়ে এত বেশি নিংড়ে নেয়া হচ্ছে, বাস্তবিক অর্থে সেটা মনে পড়লে ওই সময়কার ইতিহাস অনেকটা ম্লান হয়ে যায়।

যুবদলের সাবেক এই সভাপতি বলেন, ‘আজকে টেলিভিশনে দেখলাম, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোল্লা মো. আবু কাওছারকে পদ থেকে অব্যাহতি দেয়া হয়েছে। কত অধঃপতন হয়েছে আমাদের! আমাদের মানসিকতা কোথায় চলে গেছে! এত অধঃপতন জাতি হিসেবে মুক্তিযোদ্ধারা কি দেখতে চেয়েছিলেন যে, আমার মানচিত্রকে খামচে খামচে খাবে?’

ক্যাসিনোসহ নানা অপকর্মের কথা উল্লেখ করে বিএনপির এই নেতা বলেন, ‘আফসোস লাগে যারা শাসন ক্ষমতায় বসে আছে, জোর করে তারা এই কাজগুলো করছে। এসব করে তারা তাদের ক্ষমতাকে পাকাপোক্ত করার চেষ্টা করছে।’

মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইশতিয়াক আজিক উলফাতের সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ, গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না প্রমুখ বক্তৃতা করেন।

সর্বশেষ