‘ভোলার ঘটনায় ভিডিও ফুটেজে কিছু কিছু চেনা মুখ, ছবি এসেছে’

 

- Advertisement -

প্রিয় সংবাদ ডেস্ক:: ভোলায় হিন্দু পল্লীতে হামলার বিষয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ওই ঘটনায় ভিডিও ফুটেজে কিছু কিছু চেনা মুখ ও ছবি এসেছে।

বৃহস্পতিবার সচিবালয়ে সমসাময়িক ইস্যু নিয়ে সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, এ বিষয়ে সরকার খুব কঠোর অবস্থানে আছে। এখানে প্রকৃত ঘটনা অনুসন্ধানে বিভিন্ন পর্যায়ে তদন্ত চলছে। সঠিকভাবে তদন্ত কাজ সম্পন্ন করার জন্য প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন। যত দ্রুত তদন্ত কাজ সম্পন্ন করে এ ঘটনায় কোনো ষড়যন্ত্র আছে কিনা, সাম্প্রদায়িক শক্তির কোনো দূরভিসন্ধি আছে কিনা- সবকিছু খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত শেষে ব্যবস্থা গ্রহণ করা হবে। জড়িতদের আইনের আওতায় আনা হবে।

ভোলায় মন্দিরে হামলায় নেতৃত্ব দিয়েছেন শিবির নেতা, সহিংসতায় ভূমিকা রেখেছেন যুবদল নেতা- এ অভিযোগের বিষয়ে সড়ক পরিবহনমন্ত্রী বলেন, ভিডিও ফুটেজে কিছু কিছু চেনা মুখ, ছবি এসেছে। সেটা আরও ভালো করে তদন্ত করে দেখা হচ্ছে। ভিডিও ফুটেজ থেকেও অনেক কিছু পাওয়া যাচ্ছে। সবকিছু শেষ হলে ব্যবস্থা নেয়া হবে।

সর্বশেষ