চট্টগ্রামে ‘বন্দুকযুদ্ধে’ তিন ডাকাত নিহত

 

- Advertisement -

মো.মামুন :: চট্টগ্রামের সীতাকুণ্ডে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সদস্যদের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ তিন আন্তঃজেলার ডাকাত সদস্য নিহত হয়েছে। মঙ্গলবার (২৯ অক্টোবর) ভোরে উপজেলার ছোটকুমিরা এলাকায় এ ঘটনা ঘটে।

তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি। র‌্যাব-৭ এর উপ-অধিনায়ক স্কোয়াড্রন লিডার শাফায়াত জামিল ফাহিম বিষয়টি নিশ্চিত করেছেন।

বলা হয়, মঙ্গলবার ভোরে র‌্যাবের টহল দলের সঙ্গে আন্তঃজেলা ডাকাত দলের ‘বন্দুকযুদ্ধের’ ঘটনা ঘটে। পরে ঘটনাস্থল থেকে তিনজনের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়।

এ সময় ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, বন্দুক, ১২ রাউন্ড গুলি ও ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে বলেও জানানো হয়।

সর্বশেষ