আন্তর্জাতিক সংবাদমাধ্যমে সাকিবের নিষেধাজ্ঞা

 

- Advertisement -

প্রিয় সংবাদ ডেস্ক:: ম্যাচ ফিক্সিংয়ের নিয়ম ভাঙায় সাকিব আল হাসানকে ক্রিকেটে নিষিদ্ধ করেছে আইসিসি। মঙ্গলবার রাত ৮টার দিকে এ ঘোষণা দেয় বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। এর পর অন্যতম বিশ্বসেরা অলরাউন্ডারের নিষেধাজ্ঞার খবরটি প্রচারে সরব হয়ে পড়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো।

ব্রিটিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ান শিরোনাম করেছে, বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান দুর্নীতির দায়ে দুই বছরের নিষেধাজ্ঞা পেয়েছেন।

বিবিসি শিরোনাম করে, সাকিব আল হাসান: দুর্নীতির দায়ে নিষিদ্ধ বাংলাদেশ অধিনায়ক। তাদের প্রতিবেদনে বলা হয়, আইসিসির দুর্নীতিবিরোধী আইনের তিনটি ধারা ভাঙার কথা স্বীকার করেছেন ক্রিকেটার। তাকে শাস্তি দিয়েছে কাউন্সিল।

আরব নিউজের শিরোনাম হচ্ছে, আইসিসির দুর্নীতির দায়ে দুই বছর নিষিদ্ধ বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান। এতে তার প্রসঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যও তুলে ধরা হয়।

পাকিস্তানের প্রভাবশালী প্রচারমাধ্যম দ্য ডন এ নিয়ে খবর প্রকাশ করেছে। তাদের শিরোনাম- বাংলাদেশ ক্রিকেট অধিনায়ক সাকিব দুর্নীতির দায়ে দুই বছর নিষিদ্ধ: আইসিসি। এ রিপোর্টে মূলত আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) বক্তব্য তুলে ধরা হয়।

তবে একটু ভিন্ন শিরোনামে সংবাদ ছেপেছে ভারতের প্রকাশমাধ্যম টাইমস অব ইন্ডিয়া। তাদের শিরোনাম- ভারতীয় জুয়াড়ির প্রস্তাব আইসিসিকে অবগত না করায় নিষিদ্ধ সাকিব।

পাশাপাশি ব্রিটেনের রয়টার্স, দ্য ডেইলি মেইল, দ্য সান, কাতারভিত্তিক আলজাজিরা, ভারতের এনডিটিভি, আনন্দবাজার, ফরাসি এএফপি, দুবাইয়ের গালফ নিউজ, আমেরিকার দ্য ব্রেকিং নিউজসহ আরও বেশ কয়েকটি বিশ্ব গণমাধ্যম খবরটি প্রকাশ ও প্রচার করে।

জুয়াড়ির প্রস্তাব গোপন করায় সাকিবকে সব ধরনের ক্রিকেটে দুই বছর নিষিদ্ধ করেছে আইসিসি। তবে দায় স্বীকার করায় এর মধ্যে এক বছর নিষেধাজ্ঞা স্থগিত করা হয়েছে। ফলে এক বছর পরই খেলতে পারবেন তিনি।

অবশ্য এ ক্ষেত্রে আইসিসির দেয়া নিয়ম-কানুন মেনে চলতে হবে সাকিবকে। এর মধ্যে আবারও অপরাধ করলে শাস্তি পেতে হবে তাকে।

সর্বশেষ