বুধবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৫
spot_img

ওবায়দুল কাদেরসহ আ’লীগ নেতারা অবস্থান নিয়েছেন ধানমন্ডি কার্যালয়ে

 

- Advertisement -

খুলনা সিটি করপোরেশন নির্বাচন মনিটরিং করতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমন্ডি কার্যালয়ে অবস্থান নিয়েছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ কেন্দ্রীয় নেতারা। ভোট গ্রহণ শেষে বিকেল সাড়ে চারটার দিকে দলের পক্ষ থেকে প্রেস ব্রিফিং করবেন ওবায়দুল কাদের।

আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়–য়া এই প্রতিবেদককে জানান, দলের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী এমপি, আবু সাঈদ আল মাহমুদ মোহাম্মদ স্বপন এমপিসহ বেশ কয়েকজন কেন্দ্রীয় নেতা সকাল থেকে ধানমন্ডি কার্যালয়ে অবস্থান করছেন।

জানা গেছে, কেন্দ্রীয় নেতারা মোবাইলে খুলনার স্থানীয় নেতাদের সঙ্গে নির্বাচন বিষয়ে সার্বিক খোঁজখবর নিচ্ছেন। সুষ্ঠ নির্বাচন উপহার দেওয়ার জন্য দলীয় নেতাকর্মীদের নির্দেশ দিচ্ছেন তারা।

সর্বশেষ