বেলুনওয়ালার সিলিন্ডার বিস্ফোরণ: তদন্ত কমিটি কাজ শুরু করেনি

 

- Advertisement -

প্রিয় সংবাদ ডেস্ক:: রূপনগরে বেলুনওয়ালার সিলিন্ডার বিস্ফোরণে সাত শিশুর মৃত্যুর ঘটনায় চার সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তবে কমিটি এখনও কাজ শুরু করেনি।

ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম শুক্রবাব বিকালে যুগান্তরকে বলেন, বৃহস্পতিবার চার সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। একজন অতিরিক্ত উপকমিশনারকে এ কমিটির প্রধান করা হয়েছে।

কমিটির সদস্যরা বিস্ফোরক অধিদফতর, বুয়েটের শিক্ষক, যেসব জায়গা থেকে গ্যাসের সরঞ্জামাদি কেনা হয় সেসব জায়গায় কথা বলে প্রতিবেদন দেবে। প্রতিবেদনে যে সুপারিশ থাকবে সে অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।

কমিটির কাজের অগ্রগতি জানতে চাইলে ডিএমপি মিডিয়া সেন্টারের উপকমিশনার মাসুদুর রহমান বলেন, বৃহস্পতিবার কমিটি হয়েছে। শুক্রবার সাপ্তাহিক ছুটির দিন। তাই এখনও তদন্তকাজ শুরু হয়নি। এমনকি তদন্ত কমিটিতে কে কে আছেন তাও এখনও জানা সম্ভব হয়নি।

বুধবার বিকালে রূপনগরের মনিপুর স্কুলের পূর্বপাশে ১১ নম্বর সড়কের মাথায় (শিয়ালবাড়ি বস্তির পাশে) বেলুন ফোলানোর সময় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ঘটে। এতে ৭ শিশু নিহত হয়। আহত হয় বেলুন বিক্রেতা আবু সাঈদসহ অন্তত ২০ জন। Daily Jugantor

সর্বশেষ