এবার হলিউডে চোখ আলিয়া ভাটের

 

- Advertisement -

প্রিয় সংবাদ ডেস্ক::  হলিউডের মঞ্চে এর আগে বলিউডের অনেককেই অভিনয় করতে দেখা গেছে। এ তালিকায় ছিলেন ঐশ্বরিয়া রায় বচ্চন, প্রিয়াঙ্কা চোপড়া, দীপিকা পাডুকোনরা। এবার হলিউডের মঞ্চে দেখা যেতে পারে ‘হাইওয়ে’ খ্যাত অভিনেত্রী আলিয়া ভাটকে।

এখন সিনেমা নিয়ে বেশ ব্যস্ত সময় পার করছেন তিনি। তবে এই ব্যস্ততার মধ্যেই আলিয়াকে দেখা গেলো হলিউডের রাস্তায়। সম্প্রতি তার ইনস্টাগ্রামে লস অ্যাঞ্জেলেসের ছুটি কাটানোর মুহূর্তের ছবি পোস্ট করেছেন। সঙ্গে আছেন অঙ্কশা রঞ্জন। টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে এমন তথ্য বলা হয়েছে।

তবে ছুটি কাটালেও, নিজের কাজ নিয়ে সরব রয়েছেন এই অভিনেত্রী। এ বিষয়ে আলিয়া জানান, শুধু ছুটি কাটাতে নয়, হলিউডে একজন আন্তর্জাতিক ব্যবস্থাপকেরও খোঁজে গিয়েছেন তিনি। বলিউডে গুঞ্জন, হলিউডের ছবিতে কাজ করার জন্যই তার এই তৎপরতা বলে মনে করছেন অনেকেই।

সর্বশেষ