মেসির গোলে ব্রাজিলকে হারালো আর্জেন্টিনা

 

- Advertisement -

প্রিয় সংবাদ ডেস্ক:: তিন মাসের নিষেধাজ্ঞা কাটিয়ে মাঠে ফিরেই আর্জেন্টিনার নায়ক লিওনেল মেসি। শুক্রবার রাতে মেসির একমাত্র গোলে প্রীতি ম্যাচে চিরপ্রতিন্দ্বী ব্রাজিলকে ১-০ ব্যবধানে হারায় আলবিসেলেস্তেরা। সৌদি আরবে অনুষ্ঠিত ম্যাচের ১৩তম মিনিটে পেনাল্টি শট নিয়েছিলেন মেসি। ব্রাজিলের গোলরক্ষক অ্যালিসন শট ঠেকিয়ে দেন। তবে ফিরতি শটে ঠিকই বল জালে জড়িয়ে দেন বার্সেলোনা তারকা।

এর আগে ম্যাচের নবম মিনিটে পেনাল্টি পায় ব্রাজিল। কিন্তু শট মিস করেন ম্যানচেস্টার সিটি তারকা গ্যাব্রিয়েল জেসুস। ম্যাচে ব্রাজিলের জার্সিতে অভিষেক হয় রিয়াল মাদ্রিদের ১৮ বছর বয়সী ফরোয়ার্ড রদ্রিগোর।

গত কোপা আমেরিকার সেমিফাইনালে ব্রাজিলের কাছে ২-০ গোলে হেরেছিল আর্জেন্টিনা। এবার আধিপত্য দেখালো তারা।
ব্রাজিলের গোলমুখে মোট ১১টি শট নেয় তারা। এর মধ্যে অন-টার্গেটে শট ছিল ৮টি। অন্যদিকে ব্রাজিল দুটি শট নিতে পারে অন-টার্গেটে। ব্রাজিলিয়ান গোলরক্ষক অ্যালিসনের নৈপুণ্য ও অ্যাটাকারদের ব্যর্থতায় জয়ের ব্যবধানটা বড়ো হয়নি আর্জেন্টিনার।

এ নিয়ে নিজেদের শেষ ৫ ম্যাচে অপরাজিত থাকলো আর্জেন্টিনা। এর মধ্যে জয় তিনটিতে। আর ব্রাজিল নিজেদের শেষ ৫ ম্যাচে থাকলো জয়হীন। এর মধ্যে দুটিতে পরাজিত হয়েছে কোচ তিতের শিষ্যরা।

সর্বশেষ