প্রিয় সংবাদ ডেস্ক:: ঠাকুরগাঁওয়ে চার বছরের এক কন্যা শিশুকে ধর্ষণের চেষ্টা করায় এগারো বছরের এক শিশুকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধর্ষণের চেষ্টা চালানো শিশুটির নাম অভিনাশ। সে কলেজপাড়া এলাকার অরবিন্দ দাসের ছেলে।
শুক্রবার দিবাগত রাতে শহরের কলেজপাড়ায় এলাকায় পুলিশ অভিযান চালিয়ে শিশুটিকে নিজ বাসা থেকে আটক করে।
এর আগে একই দিন ধর্ষণের শিকার শিশুটির মা বাদী হয়ে ঠাকুরগাঁও সদর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে অভিনাশের বিরুদ্ধে মামলা দায়ের করেন।
ধর্ষণ চেষ্টার অভিযোগে শিশুকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিকুর রহমান (পিপিএম-সেবা)।
মামলার এজাহার সূত্রে জানা যায়, মঙ্গলবার (১২ নভেম্বর) সন্ধ্যা আনুমানিক সাড়ে ছয়টার দিকে পাশাপাশি বাড়ি হওয়ার সুবাদে পাশের বাসার আড়াই বছর বয়সী শিশুর (আটক অবিনাশের ভাই) সাথে খেলতে যায় শিশুটি। এসময় বাসায় বসে টিভি দেখছিলো অবিনাশ।এসময় শিশুটি তাদের ঘরে প্রবেশ করলে অবিনাশ শিশুটিকে জোরপুর্বক ধর্ষণ চেষ্টা চালায়।
পরে শিশুটির মা শিশুটিকে বাসায় না পেয়ে ডাকাডাকি করলে অবিনাশ শিশুটিকে ছেড়ে দেয়। পরে শিশুটি তার হাত থেকে ছাড়া পেয়ে বাসায় এসে তার মাকে সব খুলে বলে। আটক ধর্ষণ চেষ্টাকারি অবিনাশকে শনিবার আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।