মো.মামুন:: চট্টগ্রামের রাউজান থানা পুলিশ উপজেলার পূর্ব রাউজান রাবার বাগান সংলগ্ন ঘোড়া শামছু টিলা এলাকায় অস্ত্র কারখানায় অভিযান চালিয়ে বিপুল অস্ত্রসহ তালিকাভুক্ত সন্ত্রাসী মো. আলমগীর প্রকাশ আলম ডাকাতকে (৪১) গ্রেফতার করেছে । সে এলাকার আবদুস ছাত্তারের পুত্র। গত ১৯ নভেম্বর ২০১৯ ইং মঙ্গলবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে থানার অফিসার ইনচার্জ (ওসি) কেফায়েত উল্লাহ সঙ্গীয় ফোর্সদের নিয়ে সেখানে অভিযান পরিচালনা করেন। অভিযানে ডাকাত আলমগীরের আস্তানা থেকে ১০টি দেশীয় তৈরী শর্টগান সদৃশ বন্দুক, গ্যাস গান সদৃশ একটি অস্ত্র, ৬টি দেশীয় তেরী পাইপ গান, ১টি পুরাতন ম্যাগজিন, ৫টি কার্তুজ, ৭টি কার্তুজের খোসা, দেশীয় তৈরী একনলা বন্দুকের ৩টি অংশ, ২৭টি কাঠের বাট, ১টি ছোট লেদ মেশিন, ১টি তেলের পাম্প বক্স, লোহা কাটার বড় কাচি ১টি, পাইপের প্যাচ কাটার মেশিন ১টি, প্লাস্টিকের তেলের বোতল ১টি, হ্যান্ড ড্রিল মেশিন ২টি, চিমটি ১টি, ড্রিল করার কাটি ৩টি, কয়লা ও আগুন ধরানোর মেশিন ১টি, ছোরা ১টি, দা ১টি ও অস্ত্র তৈরীর সরঞ্জাম উদ্ধার করা হয়।
জেলার অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) মহিউদ্দীন মাহমুদ সোহেল জানান, পূর্ব রাউজান রাবার বাগান সংলগ্ন ঘোড়া শামছু টিলা এলাকায় অস্ত্র তৈরীর কারখানায় একদল ডাকাত অবস্থানের সংবাদ পেয়ে রাউজান থানা পুলিশ সেখানে হানা দেয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতদল পুলিশকে লক্ষ্য করে গুলি ছুঁড়তে থাকে। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি ছোঁেড়। এক পর্যায়ে ডাকাতদল পিছু হঁটলে ধাওয়া করে তালিকাভুক্ত সন্ত্রাসী মো. আলমগীর প্রকাশ আলম ডাকাতকে গ্রেপ্তার করলেও অন্যান্য ডাকাতরা পালিয়ে যায়। পরে সেখান থেকে বিপুল পরিমান অস্ত্রশস্ত্র উদ্ধার করা হয়। অভিযানে রাউজান থানার ওসি কেপায়েত উল্লাহসহ বেশ কয়েকজন পলিশ সদস্য আহত হয়। আজ ২০ নভেম্বর ২০১৯ ইং বুধবার সকালে উদ্ধারকৃত অস্ত্রশস্ত্রসহ গ্রেপ্তারকৃত ডাকাতকে নিয়ে নগরীর হালিশহরস্থ জেলা পুলিশ লাইনে এক প্রেস ব্রিফিং করা হয়। পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি জনাব খন্দকার গোলাম ফারুক বিপিএম (বার), পিএিম ও জেহলা পুলিশ সুপার নুরেআলম মিনা বিপিএম (বার), পিএিম ঘটনার বিবরণ তুলে ধরেন।