spot_imgspot_img
spot_imgspot_img

ফের পেঁয়াজ উধাও, আতঙ্কে ক্রেতারা

spot_img

 

- Advertisement -

প্রিয় সংবাদ ডেস্ক::  লবন সংকটের গুজব কাটতে না কাটতেই পটুয়াখালীর দুমকিতে পাইকারী ও খুচরা মার্কেটের পেঁয়াজ উধাও হয়ে গেছে। পিরতলা বাজার ও নূতন বাজারের কোন দোকানেই পেঁয়াজ পাওয়া যাচ্ছে না। ব্যবসায়ীরা বলছেন, মোকামে পিয়াঁজের দাম বেশী। বেশী দামের পেঁয়াজ এনে সরকার নির্ধারিত প্রতিকেজি ৫৫টাকায় বিক্রি করলে লোকসান দিতে হবে। এ কারণে কোনো পাইকারের চালান না আসায় খুচরা বাজারে পেঁয়াজের সংকট দেখা দিয়েছে।

পিরতলা বাজারের থানা ব্রিজস্থ মৌমিতা এন্টারপ্রাইজের মালিক মো. মেহেদী হাসান পলাশ মিয়া বলেন, উপজেলা শহরের পিরতলা বাজারের কোন দোকানেই পেঁয়াজ নেই। নতুন বাজারের আরতদার হক রাইস এজেন্সিতে লোক পাঠিয়েছিলাম। যেখানে পেঁয়াজ পাইকারী বিক্রি হয়। সেই আড়তও পেঁয়াজ শূণ্য। বাজারের সাধারণ ক্রেতারা হন্যে হয়ে পেঁয়াজ খুঁজে বেড়ালেও কেউ কোনো দোকানে পেঁয়াজ পায় নাই। একই অভিযোগ শ্রীরামপুর গ্রামের স্কুল শিক্ষক আবদুস ছালাম মৃধার।

তিনি বলেন, বাজারের সবগুলো মুদী দোকান খুঁজেছি। পরে বাইরের খুচরা বিক্রেতার দোকানে অন্যান্য মুদী মালামাল পেলেও পেঁয়াজ পাওয়া যায়নি। তিনি বলেন, সরকার পেঁয়াজের দাম নির্ধারণ করে দেয়ার পর পরই বাজারে পেঁয়াজ উধাওয়ের ঘটনাটি রহস্যজনক। ব্যবসায়ীরা সিন্ডিকেট করে একযোগে পেঁয়াজ বিক্রি বন্ধ করে দিয়েছে বলে মনে হচ্ছে।

পেঁয়াজ নেই কেন? এ প্রশ্নের জবাবে মেসার্স কাজী স্টোর্সের মালিক মো: মাহাবুব কাজী বলেন, মোকামে প্রতি কেজি পেঁয়াজের দাম ১৬০টাকা। বেশী দামের পেঁয়াজে লোকসানের ঝুঁকি রয়েছে তাই মালের জন্য অর্ডার দেয়া হয়নি। দোকানে যা ছিল তা গত ৩/৪দিনে বিক্রি হয়ে গেছে। এখন স্টক শূণ্য। পিরতলা বাজারের মহাজনী ব্যবসায়ী অনীল চন্দ্র সাহা বলেন, পেয়াজের সাপ্লাই নেই। মোকামের আড়ৎ পেঁয়াজ শূন্য। রোববার চালান আসার কথা আছে। চালান আসলে খুচরা বাজারেও পেঁয়াজ পাওয়া যাবে।

তিনি আরও বলেন, আজ কোনো গুদামেই পেঁয়াজ নেই। কেউ গুদামজাত করেছে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমাদের গুদামে নেই, অন্যদের গুদামে পেঁয়াজ আছে কিনা বলতে পরবো না।

দুমকি থানা অফিসার ইনচার্জ মোঃ মনিরুজ্জামান বলেন, প্রয়োজনে আমরা প্রত্যেক দোকানের গুদাম ঘরে অভিযান করবো। অভিযানে পেঁয়াজ পাওয়া গেলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

spot_imgspot_img
spot_imgspot_img

সর্বশেষ