প্রিয় সংবাদ ডেস্ক:: বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার জামিনের জন্য করুণানির্ভর থাকার দরকার নেই বলে মন্তব্য করেছেন দলটির জাতীয় স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। তিনি বলেছেন, দেশনেত্রী খালেদা জিয়ার মুক্তির ফয়সালা হবে রাজপথেই।
শনিবার রাজশাহী নগরীর মালোপাড়ায় মহানগর বিএনপির দলীয় কার্যালয়ের সামনে দলীয় এক সমাবেশে এসব কথা বলেন তিনি। বিএনপির কারাবন্দী নেত্রী খালেদা জিয়ার মুক্তির দাবিতে রাজশাহী জেলা ও মহানগর বিএনপি এ সমাবেশের আয়োজন করে।
রাজপথ সরকারকে ইজারা দেয়া হয়নি মন্তব্য করে গয়েশ্বর চন্দ্র রায় বলেন, এখন থেকে সভা-সমাবেশ করার জন্য প্রশাসনের অনুমতি নেয়ার প্রয়োজন নেই। সভা-সমাবেশ আমাদের সাংগঠনিক অধিকার। আমরা সভা-সমাবেশ করব, অন্যায়ের প্রতিবাদ করব। এই রাজপথ সরকারকে ইজারা দেয়া হয়নি। এই রাজপথ জনগণের। সেই রাজপথে হাঁটার অধিকার জনগণের আছে। আন্দোলন–সংগ্রাম, মিছিল-মিটিং চলবে। এরপর থেকে সরকারের কোনো অনুমতি নেয়ার প্রয়োজন নেই। সরকারের অনুমতি নিয়ে কখনো আন্দোলন হয় না। পুলিশ মামলার আসামি করলে আদালতে গিয়ে হাজিরা দেয়ারও দরকার নেই।
প্রশাসনকে সরকারের নির্দেশ না মানার আহ্বানও জানান গয়েশ্বর। বলেন, প্রশাসনে যারা আছেন, এই সরকারের সব কথা আমাদের শোনার দরকার নেই। যারা জনগণের ভোটে নির্বাচিত নয়, তাদের সরকার বলে মানার আমাদের দরকার নেই।
জনগণ এই সরকারকে মানে না মন্তব্য করে বিএনপি অন্যতম এই নীতিনির্ধারক বলেন, যারা চাকরি করেন, তারা সরকার মানতে পারেন, কারণ সরকারি ট্রেজারির চেক বইয়ে সাইন করেন। কিন্তু জনগণ সরকারকে মানে না।
প্রশাসনের কর্মকর্তাদের উদ্দেশে তিনি বলেন, চাকরির জায়গায় চাকরি করুন, জনগণের মুখোমুখি হবেন না। আমাদের কর্মী, আমাদের নেতাদের গায়ে আঘাত করার চেষ্টা করবেন না। আমরা দীর্ঘকাল আঘাত সহ্য করব, মার খাব—এমন কোনো প্রতিশ্রুতি আমরা দিইনি।’
মৃত্যু অনিবার্য মন্তব্য করে পুলিশকে উদ্দেশ্য করে গয়েশ্বর বলেন, মামলা যত পারেন দেন, মামলার ভয় আর করি না। আমার মৃত্যু অনিবার্য। আমি কালকেও মারা যেতে পারি। কিছুক্ষণ পরেও মারা যেতে পারি।
সমাবেশে সভাপতিত্ব করেন মহানগর বিএনপির সভাপতি ও সাবেক সিটি মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল। আরও বক্তব্য দেন জেলা কমিটির আহ্বায়ক আবু সাঈদ, মহানগরের সাধারণ সম্পাদক শফিকুল হক প্রমুখ।